মহান আল্লাহ আমাদের জন্য কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন ?
বাংলাদেশ থেকে যারা হজ করতে মক্কায় যান তাদের জন্য বিদায়ী তাওয়াফ করা কি?
ইসলামে কখন শ্রমিককে তার পারিশ্রমিক দিতে বলা হয়েছে?
যাকাত মানুষের মনে খোদাভীতি সৃষ্টি করে। এটি যাকাতের -
মহানবী (সঃ) এর কোনো কাজের বিবরন যে হাদিসে স্থান পেয়েছে সে হাদিসকে বলা হয় -
প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র ?
নাযাফাত' কীসের আরবি প্রতিশব্দ?
আত্মশুদ্ধি
পরিচ্ছন্নতা
কর্তব্যপরায়নতা
মানবসেবা
যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলে?
মানুষের প্রতি মানুষের অধিকারকে কয়টি ভাগে ভাগ করা যায়?
সালাত এর ফার্সি প্রতিশব্দ হলো—
তাকওয়া শব্দের অর্থ কী
আমানতের বিপরীত দিক কোনটি?
ফিতনা দ্বারা বুঝায়—
i. সুশৃঙ্খল অবস্থা
ii. বিশৃঙ্খল অবস্থা
iii. অরাজক পরিস্থিতি
নিচের কোনটি সঠিক?
ফিজার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল ?
আদর্শকে আরবিতে কী বলে?
"তোমরা রুকুকারীদের সাথে রুকু কর" দ্বারা কী বুঝায় হয়েছে?
জ্ঞান চর্চা অপরিহার্য কেন?
মিসেস 'ক' তার সহকর্মীদের অনুপস্থিতিতে তাদের ত্রুটির কথা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। 'ক' এর কাজটি কিরূপ?
মিথ্যা বলা
ফিতনা ফ্যাসাদ
হিংসা
গীবত
ইসলাম শব্দের অর্থ কি?
আর তারা (মুক্তাদিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে কোন সূরার আয়াত?