উক্ত ইবাদতের ফলে তিনি—
i. সম্প্রীতি ও সৌহার্দ্যবোধে উদ্বুদ্ধ হতে পারবেন।
ii. ধনী-দরিদ্রের বৈষম্য রোধে ভূমিকা রাখতে পারবেন
iii. বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করতে পারবেন
নিচের কোনটি সঠিক?
যিনি আমাদের শিক্ষা দেন তিনি হলেন-
বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তিসংঘ হিলফুল ফুযুলের কাছে অনেকাংশে ঋণী। কারণ এর মাধ্যমে—
i. গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি স্থাপিত হয়।
ii. দাস-দাসী প্রথা বিলুপ্ত হয়
iii. অত্যাচারিত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হয়
পৃথিবীর আদর্শ শিক্ষক কে?
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আঃ আজিজ সাহেব কুরআন-হাদিস অনুযায়ী জীবন যাপন করেন। তিনি স্ত্রীর প্রতি সদয় আচরণসহ তার কাজের লোকেরা কোনো অন্যায় করলে তা ক্ষমার দৃষ্টিতে দেখেন।
জনাব আঃ আজিজ সাহেবের আচরণে ইতিহাসের কোনটির শিক্ষা প্রতিফলিত হয়েছে?
কুরআনের কোন সূরায় চুরির দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে?