পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যক বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে কী বলে?
মোড়কীকরণ কী?
মোড়কীকরণের ফলে পণ্যের কোন দিকটি বাজারে ধরে রাখতে সহায়তা করবে?
পণ্যের মান অক্ষুণ্ণ রাখতে এবং নষ্ট হওয়া থেকে রক্ষা করতে বিপণনের কোন কাজটি অপরিহার্য?
বিজ্ঞাপন কাদের দ্বারা প্রকাশিত ও প্রচারিত হয়?
পণ্যের চাহিদা সৃষ্টি হলে কোনটি নিশ্চিত হয়?
বিজ্ঞাপন বিপণনের কোন বাধা দূর করে?
সমাজের ভোক্তারা কী উদ্দেশ্যে পণ্যসামগ্রী ক্রয় করেন?
বর্তমান আধুনিক বিপণন কীরূপ?
বিপণন যেকোনো স্থানে যেকোনো সময়ে কোনটি নিশ্চিত করে?
ব্যবসায় বাণিজ্য ও শিল্পায়নের ওপর একটি দেশের কী নির্ভর করে?
বিপণন কার্যাবলির অন্তর্ভুক্ত হলো-
i. বাজার তথ্য সংগ্রহ
ii. ঐতিহ্য চিহ্নিতকরণ
iii. মান নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ভোক্তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়-
i. ভোক্তার রুচি ও পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করলে
ii. ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে পণ্য ক্রয় করলে
iii. পণ্যের মান বিবেচনা করে পণ্য ক্রয় করলে
বিক্রয় কাজের অন্তর্ভুক্ত হলো-
i. ভোক্তার প্রয়োজন নির্ধারণ
ii. পরিকল্পনা ও উন্নয়ন
iii. পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান
যেকোনো প্রতিষ্ঠানে বিক্রয় গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো-
i. বৃহদায়তন উৎপাদন নিশ্চিত করা
ii. বিনিয়োগ তুলে নেওয়া
iii. বাজার সম্প্রসারণ করা
উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে যে কৌশল গ্রহণের কথা বলা হয়েছে তা কোন ধরনের?
রোজিনা আহমদের প্রতিষ্ঠানের কার্যকর বিক্রয় নিশ্চিত করে-
i. নগদ অর্থের প্রবাহ
ii. বাজার সম্প্রসারণ
iii. শিল্পায়ন
হাবিবুল্লাহ কোনটির অভাবে আলুর ন্যায্যমূল্য পান নি?
আলু, টমেটো, পটল, মরিচ ইত্যাদি কোন জাতীয় পণ্য?
গুদামঘর ভাড়া নেওয়ার ফলে হাবিবুল্লাহ-
i. পণ্যের ন্যায্যমূল্য পাবেন
ii. প্রয়োজনে অর্থসংস্থান করতে পারবেন
iii. স্থানগত উপযোগ সৃষ্টি করতে পারবেন