তাহের সাহেব আলীপুর মৎস্য বন্দর থেকে সামুদ্রিক মাছ ক্রয় করে লঞ্চে ঢাকার বিভিন্ন আড়তে সরবরাহ করেন। তিনি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
মি. আবির কোন উপযোগ সৃষ্টি করছেন?
জনাব আবিরের মুনাফা অর্জনের মূল কারণ কোনটি?
জনাব অনিক কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
আশরাফ এন্টারপ্রাইজকে বাজারে আলু বিক্রয়ের পূর্বে আবশ্যকীয়ভাবে করতে হয়-
i. পরিবহন
ii. গুদামজাতকরণ
iii. প্রমিতকরণ
নিচের কোনটি সঠিক?
আকরাম সাহেব কোন ধরনের উপযোগ প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন?
আকরাম সাহেবের আর্থিক ক্ষতি হ্রাসে করণীয় হলো-
i. বিকল্প পথে পণ্য পরিবহন
ii. পর্যায়িতকরণের ব্যবস্থা গ্রহণ
iii. হিমাগার সুবিধা সম্পন্ন পরিবহন ব্যবহার
স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়-
i. ক্রয়ের মাধ্যমে
ii. বিক্রয়ের মাধ্যমে
iii. গুদামজাতকরণের মাধ্যমে
রাজশাহীতে উৎপাদিত আমকে বিভিন্ন আকৃতি অনুযায়ী সাজানোকে কী বলে?
কোন ধরনের উপযোগ সৃষ্টির মাধ্যমে নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত আলু সারাবছর ভোগ করা যায়?
পণ্যকে বিভিন্ন বিভাগে ভাগ করার মৌলিক সীমা নির্ধারণকে কী বলে?
বিক্রয়কার্যের ফলে নিশ্চিত হয়-
i. বৃহদায়তন উৎপাদন
ii. প্রতিযোগিতা
iii. উচ্চ মূল্য প্রাপ্তি
প্রমিতকরণ কী?
কোনটি স্বত্বগত উপযোগ সৃষ্টি করে?
কোনটি মালিকানা হস্তান্তর সম্পর্কিত কাজ?
বিক্রয়কে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলা হয়, কারণ এর মাধ্যমে-
i. ব্যবসায়ের ব্যয় নির্বাহ হয়
ii. ব্যবসায়ের মজুদ নিয়ন্ত্রিত হয়
iii. ব্যবসায়ের অর্থের যোগান হয়
ভোক্তার রুচি ও পছন্দ জানার জন্য কী করতে হয়?
প্রমিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে কী বলে?
জনাব রহমান তার নিজ বাগানের আম থেকে জুস তৈরি করে প্যাকেটজাত করেন এবং স্থানীয় বাজারসহ নিকটবর্তী জেলা শহরের কিছু দোকানে সরবরাহ করেন। উদ্দীপকে জনাব রহমান যে ধরনের উপযোগ সৃষ্টি করেন তা হলো-
i. রূপগত
ii. স্থানগত
iii. সময়গত
প্রমিতকরণ হলো-
i. পণ্যের শ্রেণিবিভাগের মৌলিক সীমারেখা
ii. পণ্য বাছাই
iii. একটি মানসিক কাজ