তমা বিপণনের যে কার্যটি সম্পাদন করে-
তমা বাজার তথ্য সংগ্রহের মাধ্যমে যেসব কার্য সম্পাদন করতে পারবে সেগুলো হলো-
i. বিপণন পরিকল্পনা গ্রহণ
ii. বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ
iii. বিশ্লেষণ ও বণ্টন
নিচের কোনটি সঠিক?
ওয়ারেন্টি, গ্যারান্টি ইত্যাদি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত?
নিচের কোনটি সময়গত উপযোগ সৃষ্টি করে?
জনাব 'Z' রাজশাহী থেকে আম কিনে তা ছোট, মাঝারি ও বড় আকারে আলাদা করে ঢাকায় এনে বিক্রয় করেন। এখানে তিনি বিপণনের কোন কাজটি সম্পাদন করেন?
ক্রেতা অর্থের মাধ্যমে পণ্যের মালিকানা গ্রহণ করলে তাকে কী বলে?
পর্যায়িতকরণে কিসের ভিত্তিতে বিভাজন করা হয়?
মোড়কীকরণের ফলে পণ্যের-
i. গুণগত মান রক্ষা পায়
ii. চাহিদা বৃদ্ধি পায়
iii. আকর্ষণীয়তা বৃদ্ধি পায়
বিপণনের কাজ নয় কোনটি?
পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
মি. শিপনের কুমিল্লায় একটি অত্যাধুনিক বিশাল হিমাগার রয়েছে। এর মাধ্যমে মি. শিপন কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্য ধরে রাখাকে কী বলে?
নিচের কোনটি বিপণনের কাজ?
বিপণনের সামাজিক গুরুত্ব কোনটি?
বিপণন ব্যবস্থাপকের কার্যক্রম কাদের ঘিরে পরিচালিত হয়?
বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
কোনটি সময়গত উপযোগ সৃষ্টি করে?
প্রমিতকরণের উদ্দেশ্য কোনটি?
প্রতিষ্ঠানের অবচয় হ্রাস পেলে-
i. মূল্য হ্রাস পায়
ii. মূল্য বৃদ্ধি পায়
iii. ক্রেতা সন্তুষ্টি অর্জিত হয়
কোনটি প্রমিতকরণ?