বর্তমান আধুনিক বিপণন কীরূপ?
বিপণন যেকোনো স্থানে যেকোনো সময়ে কোনটি নিশ্চিত করে?
ব্যবসায় বাণিজ্য ও শিল্পায়নের ওপর একটি দেশের কী নির্ভর করে?
বিক্রয়কে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলা হয়, কারণ এর মাধ্যমে-
i. ব্যবসায়ের ব্যয় নির্বাহ হয়
ii. ব্যবসায়ের মজুদ নিয়ন্ত্রিত হয়
iii. ব্যবসায়ের অর্থের যোগান হয়
নিচের কোনটি সঠিক?
ভোক্তার রুচি ও পছন্দ জানার জন্য কী করতে হয়?
প্রমিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে কী বলে?
জনাব রহমান তার নিজ বাগানের আম থেকে জুস তৈরি করে প্যাকেটজাত করেন এবং স্থানীয় বাজারসহ নিকটবর্তী জেলা শহরের কিছু দোকানে সরবরাহ করেন। উদ্দীপকে জনাব রহমান যে ধরনের উপযোগ সৃষ্টি করেন তা হলো-
i. রূপগত
ii. স্থানগত
iii. সময়গত
প্রমিতকরণ হলো-
i. পণ্যের শ্রেণিবিভাগের মৌলিক সীমারেখা
ii. পণ্য বাছাই
iii. একটি মানসিক কাজ
পণ্য উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোক্তার ভোগের পরবর্তী পর্যায় পর্যন্ত একজন বিপণনকারী যা কিছু করেন তাকে কী বলে?
অতীতে বিপণন কার্যাবলি বলতে কোনটিকে বোঝানো হতো?
অর্থের বিনিময়ে কোনোকিছুর মালিকানা গ্রহণ করাকে কী বলে?
'Goods well bought are half sold.' দ্বারা কী বোঝানো হয়েছে?
ক্রেতারা বিশেষ ব্র্যান্ডের পণ্য উচ্চমূল্যে ক্রয় করাকে কিসের প্রতীক মনে করে?
দাম ও মানের দিক দিয়ে ক্রয়কার্য সঠিক হলে কোনটি সহজ হয়?
বিক্রয় কার্যাবলির সাথে কোনটি সম্পর্কযুক্ত?
উৎপাদনকার্য পূর্ণতা পায় কখন?
পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে কী?
গুদামজাতকরণ পণ্যের কোনটি সৃষ্টি করে?
বাজারে পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে গুদামজাতকরণ কী করে?
প্রমিতকরণের মূল ভিত্তি কী?