বিজ্ঞাপন হলো-
i. একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা
ii. অর্থ প্রদত্ত কার্যক্রম
iii. একমুখী যোগাযোগ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
আর্থিক ঝুঁকির উদাহরণ হলো-
i. ঋণজনিত ঝুঁকি
ii. ক্রয়ক্ষমতাজনিত ঝুঁকি
iii. বিনিময় হার পরিবর্তনজনিত ঝুঁকি
মোড়কীকরণের অন্তর্গত বিষয় হলো-
i. পণ্যের ধারক ও গ্রাফিক ডিজাইন করা
ii. মোড়ক ডিজাইনের উন্নয়নসাধন করা
iii. মোড়কজাত অবস্থায় পণ্যটি পৌঁছে দেওয়া
অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে কী বলে?
অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরকে কী বলে?
বিপণনে উৎপাদনপূর্ব কার্যাবলি দ্বারা প্রতিষ্ঠানটি জানতে পারবে-
i. পণ্যটির ভবিষ্যৎ বাজার
ii. ক্রেতাদের চাহিদা
iii. উৎপাদনের সম্ভাব্য পরিমাণ
পণ্য এবং সেবার অনুসন্ধান ও মূল্যায়নকে কী বলে?
বর্তমানে কোল্ড ড্রিংকসের বাজারে অনেক প্রতিযোগী রয়েছে। রহমান লি. নতুন কোল্ড ড্রিংকস বাজারে ছাড়তে চায়। সেজন্য প্রতিযোগিতা মোকাবিলায় প্রতিষ্ঠানটির জন্য করণীয় কী?
বিপণন সহায়ক কার্যাবলির অন্তর্ভুক্ত হলো-
i. বিক্রয়
ii. অর্থায়ন
iii. প্রমিতকরণ
মি. লিমন ঢাকার আজিজ মার্কেট থেকে একটি শার্ট ক্রয় করল। এর ফলে-
i. শার্টের মালিকানা অর্জিত হয়েছে
ii. ক্রয়চুক্তি সম্পাদন করা হয়েছে
iii. মি. লিমন ও বিক্রেতার মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে
পণ্যের বিক্রয় হচ্ছে-
i. ক্রেতাদের সাথে সুসম্পর্ক রাখা
ii. পণ্যের মালিকানা হস্তান্তর
iii. পণ্যের উপযোগিতা যাচাই
ফিলিপ্স বাল্ব লিমিটেড প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিক্রয় পরবর্তী সেবা নিজস্ব খরচে প্রদান করে। এক্ষেত্রে গ্রাহকরা পাচ্ছে-
i. বাল্ব নষ্ট হলে মেরামত সুবিধা
ii. বাল্বের ক্রয়মূল্যে ছাড়
iii. ত্রুটিসম্পন্ন বাল্ব পরিবর্তনের সুবিধা
Sharp ব্লেডের' বিক্রয় জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ১০% বেড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটিতে-
i. উৎপাদন অব্যাহত থাকবে
ii. ব্যবসায় সম্প্রসারণ ঘটবে
ili. প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাবে
বিপণনে বাজার গবেষণার মাধ্যমে ঝুঁকি হ্রাস পায়। কারণ এতে জানা যায়-
i. ভোক্তাদের প্রয়োজন
ii. সরবরাহকারীর আর্থিক অবস্থা
iii. ভোক্তার ক্রয় অভ্যাস
জনাব ইমন তার উৎপাদিত শস্যের জন্য বিমাচুক্তি সম্পাদন করলেন। এর ফলে-
i. বিপণনের ঝুঁকি হ্রাস পাবে
ii. ভোক্তার চাহিদা বৃদ্ধি পাবে
iii. আর্থিক নিশ্চয়তা পাবে
মি. শাওন একজন ফল ব্যবসায়ী। তিনি ক্রেতার পছন্দ-অপছন্দ অনুযায়ী পণ্য মানের সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করেন। এক্ষেত্রে বিবেচ্য হচ্ছে-
i. পণ্যের মান
ii. পণ্যের আকার
iii. পণ্যের বৈশিষ্ট্য
বিপণনে বিক্রয় পরবর্তী কাজের আওতাভুক্ত হলো-
i. বাসায় পণ্য পৌছানো
ii. ক্রেতাকে পণ্য সাজাতে সহায়তা করা
iii. পণ্যের ওয়ারেন্টি ঠিক করা
বিপণনকারীর পণ্য ক্রয়ের ফলে-
i. বিক্রেতার সাথে সম্পর্ক স্থাপন স্থাপিত হবে
ii. পণ্যের উপযোগিতা যাচাই হবে
iii. পণ্যের ক্রয়ের শর্ত নির্ধারিত 'হবে
বিপণনে ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো-
i. ক্রেতার মূল্য পরিশোধে ব্যর্থতা
ii. আইনগত সীমাবদ্ধতা
iii. ঋণজনিত ঝুঁকি
নূপুর সিরামিকস তাদের উৎপাদিত গ্লাস আকর্ষণীয় মোড়কে প্যাকিং করে দেশে-বিদেশে সরবরাহ করে। এর ফলে পণ্যটির-
i. মান সংরক্ষিত হবে
ii. ক্ষতি থেকে রক্ষা পাবে
iii. স্থায়িত্ব বাড়বে