জনাব রহমান তার নিজ বাগানের আম থেকে জুস তৈরি করে প্যাকেটজাত করেন এবং স্থানীয় বাজারসহ নিকটবর্তী জেলা শহরের কিছু দোকানে সরবরাহ করেন। উদ্দীপকে জনাব রহমান যে ধরনের উপযোগ সৃষ্টি করেন তা হলো-
i. রূপগত
ii. স্থানগত
iii. সময়গত
নিচের কোনটি সঠিক?
ডিজাইনসংক্রান্ত সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিচের কোন ISO মান সনদটি প্রদান করা হয়?
Nestle Bd Ltd যেসব কারণে নমুনা পণ্য প্রদান করে সেগুলো হলো-
i. ভোক্তাদের প্ররোচিত করা
ii. দ্রুত বিক্রয় বৃদ্ধি করা
iii. প্রতিষ্ঠানের ভাবমূর্তি তৈরি করা
সেলুন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
পণ্য ও সেবা থেকে প্রাপ্ত সুবিধা এবং এর জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কী বলে?
লে-আউটের উদ্দেশ্য হলো-
i. উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন
ii. প্রমোশন প্রক্রিয়ার উন্নয়ন
iii. উৎপাদন নিয়ন্ত্রণ