মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হলো-
i. কর্মী উন্নয়ন
ii. কর্মী জোগাড়
iii. কর্মীদের চাহিদা
নিচের কোনটি সঠিক?
সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যা প্রয়োজন-
i. কর্মীদের ক্ষমতায়ন
ii. কর্মীদের কাজের নিকটে অবস্থান
iii. কর্মীদের সংগঠন
সোনাপুর লাইব্রেরিতে বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। ফলে-
i. উৎপাদনের গতিশীলতা আনয়ন হবে
ii. শ্রমের দক্ষতা আনয়ন হবে
iii. গ্রাহকদের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে
উন্নত কাঁচামাল ব্যবহারের ফলে-
i. একক প্রতি উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়
ii. একক প্রতি উৎপাদন হ্রাস পায়
iii. প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়
মান ব্যবস্থাপকের কাজ হলো-
i. উপকরণের উপযোগিতা সৃষ্টি
ii. উপকরণের উৎস নির্ধারণ
iii. উপকরণ সংগ্রহের যাবতীয় কার্যক্রম
পণ্য বা সেবা উৎপাদনের সাথে যেসব কাজ জড়িত তা হলো-
i. উৎপাদনকার্য পরিচালনা
ii. উপযোগিতা সৃষ্টি
iii. মেশিন ও ব্যক্তিবর্গকে পরিচালনা
মান নির্ধারণের সাথে জড়িত বিষয়গুলো হলো-
i. মান নিয়ন্ত্রণ
ii. মান প্রক্রিয়াকরণ'
iii. মানের সংশোধন
উক্ত পরিস্থিতিতে সানাউল্লাহ'র করণীয়-
i. বিচ্যুতির কারণ নির্ণয়
ii. বিচ্যুতির কারণ মূল্যায়ন
iii. সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ
উক্ত নীতি গ্রহণের ফলে-
i. পণ্যের মান গুণসম্পন্ন হয়
ii. প্রণীত পরিকল্পনা বাস্তবায়িত হয়
iii. ধারাবাহিক মান উন্নয়ন ঘটে
উদ্দীপকের ব্যয়িত মান ব্যবস্থাপনার খরচগুলো হলো-
i. ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়
ii. সংশোধনমূলক ব্যয়
iii. পুনঃডিজাইন ব্যয়
মান ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ কাজগুলো হলো-
i. যোগাযোগ প্রতিষ্ঠা করা
ii. কর্মীদের প্রশিক্ষণ প্রদান i
ii. কর্মীদের মজুরি প্রদান
মানের বিষয়টি সর্বদা বিবেচিত হয় বলে-
i. উত্তরোত্তর মানোন্নয়ন সম্ভব
ii. পণ্যদ্রব্য অধঃপতনের হাত থেকে রক্ষা পায়
iii. পণ্যের অগ্রগতি বজায় থাকে