মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয়-
i. দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়
ii. দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়
iii. বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিগত, পেশাগত ও অংশীদারি ব্যবসায় বাণিজ্য থেকে অর্জিত মুনাফাকে ভাগ করা হয়-
i. প্রোপাইটারের আয়
ii. কর্পোরেট মুনাফা
iii. মোট জাতীয় মুনাফা
মোট জাতীয় আয়ে বিবেচনা করা হয়-
i. দেশের ভেতরের উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
ii. দেশের বাইরে উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
iii. পরোক্ষ ব্যবসায়িক করের সমষ্টিকে
মোট দেশজ উৎপাদন গণনার সময় বিবেচনায় আনা হয়-
i. নির্দিষ্ট সময়
ii. দেশের নাগরিক
iii. ভৌগোলিক সীমানা
সামগ্রিক আয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়-
i. উৎপাদিত দ্রব্যসামগ্রী
ii. সেবাকর্মের মোট আর্থিক মূল্য
iii. মোট সুদ
নিট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয়-
i. পরিবারের আয়
ii. সরকারের আয়
iii. ব্যবসায়ের আয়
নিট জাতীয় উৎপাদনে বিবেচিত বিষয় হলো-
ⅰ. চূড়ান্ত পর্যায়ের দ্রব্য
ii. চূড়ান্ত পর্যায়ের সেবা
iii. মূলধনের ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ
NNI পাওয়া যায়-
i. মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে
ii. পরোক্ষ ব্যবসায়িক কর বাদ দিলে
iii. মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করে
মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় হলো উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত মূলধনের--
i. উৎপাদনজনিত ব্যয়
ii. রক্ষণাবেক্ষণজনিত ব্যয়
iii. ক্ষয়ক্ষতিপূরণজনিত ব্যয়
ব্যক্তিগত ভোেগ ব্যয়ের সমষ্টি হলো-
i. চিকিৎসা সেবা
ii. আইনি সেবা
iii. যাতায়াত ও যোগাযোগ ব্যয়