মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয়-
i. দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়
ii. দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়
iii. বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিগত, পেশাগত ও অংশীদারি ব্যবসায় বাণিজ্য থেকে অর্জিত মুনাফাকে ভাগ করা হয়-
i. প্রোপাইটারের আয়
ii. কর্পোরেট মুনাফা
iii. মোট জাতীয় মুনাফা
মোট জাতীয় আয়ে বিবেচনা করা হয়-
i. দেশের ভেতরের উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
ii. দেশের বাইরে উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
iii. পরোক্ষ ব্যবসায়িক করের সমষ্টিকে
মোট দেশজ উৎপাদন গণনার সময় বিবেচনায় আনা হয়-
i. নির্দিষ্ট সময়
ii. দেশের নাগরিক
iii. ভৌগোলিক সীমানা
সামগ্রিক আয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়-
i. উৎপাদিত দ্রব্যসামগ্রী
ii. সেবাকর্মের মোট আর্থিক মূল্য
iii. মোট সুদ
নিট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয়-
i. পরিবারের আয়
ii. সরকারের আয়
iii. ব্যবসায়ের আয়
নিট জাতীয় উৎপাদনে বিবেচিত বিষয় হলো-
ⅰ. চূড়ান্ত পর্যায়ের দ্রব্য
ii. চূড়ান্ত পর্যায়ের সেবা
iii. মূলধনের ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ
NNI পাওয়া যায়-
i. মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে
ii. পরোক্ষ ব্যবসায়িক কর বাদ দিলে
iii. মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করে
মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় হলো উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত মূলধনের--
i. উৎপাদনজনিত ব্যয়
ii. রক্ষণাবেক্ষণজনিত ব্যয়
iii. ক্ষয়ক্ষতিপূরণজনিত ব্যয়
কোনটি সামগ্রিক ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ?
সাধারণত সামগ্রিক ব্যয়ে (AE) সিংহভাগ অংশ নিচের কোন উপাদানের?
একটি দেশের অর্থনীতি কয়টি খাতে বিভক্ত?
সরকারি ব্যয় বিবেচিত হয় কয় খাতবিশিষ্ট অর্থনীতিতে?
দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে কোন ধরনের দ্রব্য ভোগের জন্য ব্যবহার করা হয়?
খোলা অর্থনীতিতে সামগ্রিক ব্যয় বিবেচনার সময় কোনটিকে একটি খাত হিসেবে বিবেচনা করা হয়?
(X-M) কে কী হিসেবে বিবেচনা করা হয়?
সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি?
AE = C + I + G + NX বিবেচনা করা হয় কোন অর্থনীতিতে?
দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য C+I+ G থেকে কী বাদ দেওয়া হয়?
ব্যক্তিগত ভোেগ ব্যয়ের সমষ্টি হলো-
i. চিকিৎসা সেবা
ii. আইনি সেবা
iii. যাতায়াত ও যোগাযোগ ব্যয়