সঞ্চয় হিসাব করার সূত্র কোনটি?
সঞ্চয় অপেক্ষক S = -50+ 0.5Y-এবং স্বয়ম্ভূত বিনিয়োগ I = 100 হলে ভারসাম্য জাতীয় আয় কত?
কী বাড়লে আয় বাড়ার দরুন সরকারি ব্যয় বাড়ে?
সরকারি ব্যয়কে কী ধরা হয়?
দেশ পরিচালনা করার জন্য সরকার যে ব্যয় করে তাকে কী বলে?
দেশ পরিচালনার জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকে কী বলে?
সঞ্চয় রেখার সমীকরণ কোনটি?
আয় থেকে ভোেগ ব্যয় বাদ দিলে কোনটি থাকে?
গাজী মিয়া একজন রিক্সাচালক। তার মাসিক আয় ৫০০০ টাকা এবং মাসিক ব্যয় ২৭৫০ টাকা। তাহলে তার বছরের সঞ্চয় কত?
যদি কারও সঞ্চয় ২,০০০ টাকা এবং আয় ১০,০০০ টাকা হয়, তবে ব্যয় কত?
আয় কমলে সঞ্চয় কী হয়?
আয় বাড়লে সঞ্চয় কী হয়?
একটি দেশ মূলত কয় ধরনের সঞ্চয় নিয়ে মূলধন গঠিত হয়?
আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে কী বলে?
ব্যক্তির ব্যয়যোগ্য আয় থেকে কী বাদ দিলে ব্যক্তিগত সঞ্চয় পাওয়া যায়?
আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্ক কেমন?
আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগের পরিবর্তন হয় না?
কোন ধরনের সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে সমতা প্রযোজ্য?
কোন মতবাদ অনুসারে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান?
ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?