প্রবাসী বাংলাদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়?
NNI-এর পূর্ণ রূপ কোনটি?
মাথাপিছু আয় নির্ণয় করা হয় নিচের কোনটি দ্বারা?
NNI পরিমাপের সূত্রটি কী?
A দেশের GNP = 600 এবং CCA = 140 হলে NNP কত?
কোন অর্থনীতিতে NNI বের করার সময় নিট রপ্তানি মূল্য যোগ করা হয়?
CCA বলতে নিচের কোনটিকে বোঝানো হয়?
C = 5000, I = 2000, G3000 ও CCA = 1000 হলে NNI কত হবে?
কোনটি থেকে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায়?
মোট জাতীয় উৎপাদন থেকে কী বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যাবে?
'ক' দেশের GNI = ১ হাজার কোটি টাকা এবং CCA = 375 হলে NNI কত?
NNP থেকে কী বাদ দিলে নিট জাতীয় আয় পাওয়া যায়?
কোনটি বেশি হলেও অর্থনৈতিক অবস্থা আশাপ্রদ নাও হতে পারে?
মোট বিনিয়োগ থেকে কী বাদ দিলে নিট বিনিয়োগ ব্যয় পাওয়া যায়?
মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়ের বিভিন্ন ধারণা প্রচলিত থাকায় তার পরিমাণ বিভিন্ন ধরনের হতে পারে কোন দেশগুলোতে?
জাতীয় আয় ধারণার মধ্যে কোনটি নির্ণয় কঠিন?
GDP ও বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়ের সমষ্টি-
কোনটি দেওয়া থাকলেও এনএনআই-এর পরিমাণ বিভিন্ন রকম হতে পারে?
GDP নির্ণয়ের হিসাব করা হয়-
i. বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়
ii. দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়
iii. দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়
নিচের কোনটি সঠিক?
দেশের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি-
i. উৎপাদন পদ্ধতি
ii. আয় পদ্ধতি
iii. ব্যয় পদ্মতি