কোন পদ্ধতিতে জাতীয় আয় হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি?
কোনো নির্দিষ্ট সময়ে দেশের সব ধরনের ব্যয়ের যোগফল জাতীয় আয়ের কোন পদ্ধতির আওতাভুক্ত?
দেশের ১৫টি খাতের কী যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়?
উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার সময় কোনটি বিবেচনায় আনা হয়?
বাংলাদেশের অর্থনীতি কয়টি খাতে বিভক্ত?
Y=C+I+G+ (X-M) এই সমীকরণে (X-M) কী?
যেসব উৎপাদিত দ্রব্য উৎপাদন ক্ষেত্রে পুনরায় ব্যবহৃত হয়, সেগুলোকে কী বলে?
একটি দেশের মোট ব্যয় বলতে বোঝায়-
i. জনগণের ভোগ ব্যয়
ii. জনগণের বিনিয়োগ ব্যয়
iii. সরকারি ব্যয়
নিচের কোনটি সঠিক?
চূড়ান্ত দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে-
i. প্রাথমিক দ্রব্য
ii. চূড়ান্ত দ্রব্য
iii. মাধ্যমিক দ্রব্য
জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হলো-
i. উৎপাদন পদ্ধতি
ii. আয় পদ্ধতি
iii. ব্যয় পদ্ধতি
মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়-
i. চূড়ান্ত দ্রব্য মূল্য যোগ করে
ii. চূড়ান্ত সেবার মূল্য যোগ করে
iii. মধ্যবর্তী দ্রব্য মূল্য যোগ করে
সামগ্রিক আয়ের উৎস হলো-
i. শ্রমিকের জন্য স্বাস্থ্য ও কল্যাণ তহবিল
ii. সামাজিক বিমা
iii. পেনশন তহবিল নিয়ে অবদান
কর্পোরেট মুনাফার বণ্টিত ভাগ হলো-
i. কর্পোরেট আয়কর
ii. অবণ্টিত কর্পোরেট মুনাফা
iii. ডিভিডেন্ট
GDP-এর পূর্ণরূপ কোনটি?
মোট জাতীয় আয় হিসাবের সময় নিচের কোনটি যুক্ত হয় না?
কোন আয় পরিমাপের ক্ষেত্রে দেশের সীমানার বিষয় বিবেচনা করা প্রয়োজন?
একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে কী বলে?
নিচের কোনটিতে দেশের অভ্যন্তরীণ উৎপাদন প্রতিফলিত হয়?
কোন অর্থনীতিতে GDP ও GNP সর্বদা সমান হয়?
ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বদ্ধ অর্থনীতিতে নিচের কোনটি সঠিক?