চিত্রে গড় ব্যয় (SAC) রেখা স্থানান্তরিত হয়ে ১ বিন্দুতে স্পর্শক হলে-
চিত্রে E বিন্দুতে-
i. দাম = গড় আয়
ii. দাম = গড় ব্যয়
iii. গড় আয় = গড় ব্যয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপক অনুযায়ী মোট আয়-
উদ্দীপকের ভারসাম্যের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
উদ্দীপক অনুযায়ী মোট আয় কত?
উদ্দীপক অনুযায়ী ফার্মটি কোন অবস্থায় উৎপাদন করছে-
i. স্বল্পকালে
ii. লোকসান অবস্থায়
iii. সর্বনিম্ন গড় ব্যয়ে
অনুচ্ছেদে উল্লিখিত বাজার সম্পর্কিত সংজ্ঞাটি কার?
দুধের বাজার কোন ধরনের?
রহিমের ক্ষেত্রে যোগান রেখার প্রকৃতি-
i. বামদিক থেকে ডানদিকে উর্ধ্বগামী
ii. লম্ব অক্ষের সমান্তরাল •
iii. সম্পূর্ণ অস্থিতিস্থাপক
উদ্দীপকে নির্দেশিত বাজার কোনটি?
অবস্থানগত পার্থক্য থাকা সত্ত্বেও তিনটি বাজার অভিন্ন মূল্য হবার কারণ-
i. ক্রেতাদের সচেতনতা
ii. বাজারে সরকারি হস্তক্ষেপের আশঙ্কা
iii. পরিবহণ ব্যয় শূন্য
'A' কোম্পানিটি কোন বাজারের অন্তর্ভুক্ত?
'A' কোম্পানির-
i. মোট আয় হলো-২৫০
ii. অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়
iii. দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে
অবস্থানগত পার্থক্য সত্ত্বেও তিনটি স্থানে অভিন্ন মূল্য হওয়ার কারণ-
ii. বাজারে সরকারি হস্তক্ষেপে আশঙ্কা
iii. পরিবহন ব্যয় শূন্য ধরা
রহমান সাহেব কোন বাজারের পণ্য ক্রয় করে থাকেন?
রহমান সাহেব যে ভারসাম্যের কথা বলেছেন সেটি হলো-
i. দলীয় ভারসাম্য
ii. চাহিদা ও যোগান দ্বারা ভারসাম্য
iii. গ্রুপ ভারসাম্য
লালমনি শহরের কোচিং ব্যবসার সাথে কোন বাজারের মিল আছে?