সঞ্চয় ও বিনিয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য কয়টি ধারণা জানা প্রয়োজন?
পরিকল্পিত সঞ্চয় ও বিনিয়োগ কোন আয়স্তরে পরস্পর সমান হতে পারে?
বিনিয়োগ থেকে পরিকল্পিত সঞ্চয় বেশি হলে কোনটি কমবে?
অধিক বিনিয়োগ অধিক আয় সৃষ্টি করে বলে কী বাড়ে?
'জাতীয় আয় ভোগ্যদ্রব্য ও বিনিয়োগ দ্রব্যের উৎপাদন ও বিক্রয় হতে আসে'- উক্তিটি কে করেছেন?
কোন ধরনের সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে সমতা প্রযোজ্য নয়?
আনিস সাহেব এক বছরে ২০ হাজার টাকা থেকে প্রকৃত ভোগ ব্যয় বাবদ ১৬ হাজার টাকা খরচ করলে তার প্রকৃত সঞ্চয় কত হবে?
বিনিয়োগ কীসের ওপর নির্ভর করে?
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে আয় বাড়লে কী বাড়ে?
বিনিয়োগ ব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়?
নির্দিষ্ট আয়স্তরে স্বয়ম্ভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগ যোগ করে কী পাওয়া যায়?
'Investment Expenditure' বলতে কী বোঝায়?
কোন ব্যয় আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়?
ধরা যাক, কোনো নির্দিষ্ট সময়ে মি. জামিলের কারখানায় ৫,৫০,০০০ টাকার মূলধন আছে। উৎপাদন বৃদ্ধির জন্য তিনি সেখানে আরও ৮,৫০০ টাকা যোগ করলেন। এখানে নতুন অর্থের সংযোজনকে কী বলা হয়?
সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে কী ধরনের সম্পর্ক দেখা যায়?
প্ররোচিত বিনিয়োগ রেখা কীরূপ?
প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোেগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে
নিচের কোনটি সঠিক?
বিনিয়োগ ব্যয়কে ভাগ করা হয়-
i. প্ররোচিত ভোেগ ব্যয়
ii. স্বয়ম্ভূত বিনিয়োগ ব্যয়
iii. প্ররোচিত বিনিয়োগ ব্যয়
Y=C+I+G+(X-M)= কী হবে?
ভারসাম্য হলো এমন একটা অবস্থা যার মাধ্যমে কয়টি বিপরীত শক্তি পরস্পর সমান হয়?