6Q > 3Q > Q হলে এটি কোন ধরনের মাত্রাগত উৎপাদন?
Q>1.5Q>1.8 Q হলে এটি কোন ধরনের মাত্রাগত উৎপাদন?
সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি বিশেষ করে কোন ক্ষেত্রে বেশি কার্যকর?
দীর্ঘকালে উৎপাদনের মোট ব্যয় কী দ্বারা নির্দেশ করা হয়?
দীর্ঘকালে LTC = কত?
বিভিন্ন উপাদান সংগ্রহ করে উৎপাদনের কাজে নিয়োগ করতে যে ব্যয় হয় তাকে কী বলে?
কোনো দ্রব্যের এক একক উৎপাদনের জন্য গড়ে যে পরিমাণ ব্যয় হয় তাকে কী বলে?
খাজনা, মজুরি ও সুদের নিমিত্তে ব্যয় কোনটি?
কাঁচামালের ব্যয়কে কী ব্যয় বলে?
উৎপাদন ব্যয় অপেক্ষক কোনটি?
স্বল্পকালে STC = কত?
কোথায় থেকে দীর্ঘকালীন মোট ব্যয় রেখার উৎপত্তি হয়?
পরিপূরক ব্যয় কোনটি?
উৎপাদন বৃদ্ধি পেলে গড় স্থির ব্যয়-
উৎপাদনকালে উৎপাদনকারীকে স্বীকার করতে হয়-
i. মানসিক ত্যাগ
ii. শারীরিক ত্যাগ
iii. আর্থিক ত্যাগ
নিচের কোনটি সঠিক?
স্বল্পকালীন উৎপাদন ব্যয় জড়িত থাকে-
i. মোট স্থির ব্যয়ে
ii. মোট পরিবর্তনশীল ব্যয়ে
iii. গড় উৎপাদন ব্যয়ে
স্বল্পকালীন মোট ব্যয় প্রথমে-
সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়?
স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলে ও উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তা কী ধরনের ব্যয়?
মোট ব্যয়ের পরিবর্তন (ATC) ÷ উৎপাদনের পরিমাণের পরিবর্তন (AQ) = কত?