ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিতে MP এর আকৃতি কী রকম হয়?
স্বল্পকালে একটি উপকরণ-
কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক?
Y = f(x) অপেক্ষকটির মধ্যে কোনটি স্বাধীন চলক?
উৎপাদন অপেক্ষক Q = f(x, K) = 5LK, যদি L= 5 একক, K= 4 একক হয় তবে উৎপন্ন দ্রব্যের পরিমাণ কত?
স্বল্পকালে উৎপাদন অপেক্ষকে K স্থির থাকলে L কী হবে?
কব-ডগলাস কোন খাতের উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করেন?
উপকরণগুলোর নিয়োগ পরিবর্তনের ফলে উৎপাদনের নিয়ম অনুযায়ী পরিবর্তন হয় তাকে কী বলে?
উৎপাদনের উপকরণ হলো-
i. ভূমি ও শ্রম
ii. মূলধন ও সংগঠন
iii. সঞ্চয় ও বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত হলো
i. প্রযুক্তি
ii. উপকরণ
iii. কারিগরি জ্ঞান
উৎপাদন অপেক্ষক Q = f(L, K), স্থির। এক্ষেত্রে কোনটি সত্য?
i. স্বল্পকালীন সময় বিবেচ্য
ii. প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর
iii. মাত্রাগত উৎপাদন বিধি কার্যকর
উৎপাদন অপেক্ষককে ভাগ করা হয়
i. সময়ভিত্তিক
ii. সমজাতীয়তার ভিত্তিক
iii. খাতভিত্তিক
সমজাতীয়তার ভিত্তিতে উৎপাদন অপেক্ষক হলো-
i. সমজাতীয় উৎপাদন অপেক্ষক
ii. অসমজাতীয় উৎপাদন অপেক্ষক
iii. সমানুপাতিক প্রান্তিক উৎপাদন অপেক্ষক
সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারণা দেন কে?
উৎপাদন বিধি কত প্রকার?
. উৎপাদন বিধি কীসের পরিমাণ নির্দেশ করে?
উৎপাদন প্রক্রিয়ায় উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে কী হারে বাড়ে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা কী?
উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ উপকরণ নিয়োগ করতে থাকলে ক্রমশ কমবে-
সাধারণত কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি অধিক কার্যকর?