নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি-
উৎপাদন ব্যবস্থায় উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন কৌশল ও প্রযুক্তিগত পরিবর্তন করা হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কী হয়?
মার্শাল, রিকার্ডো ও ম্যালথাস কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির বিজ্ঞানভিত্তিক ধারণা দেন?
কোনো নির্দিষ্ট পরিমাণ জমি চাষের জন্য অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করলে উৎপাদন কীরূপ হবে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কোন পর্যায়ে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে যখন গড় ও প্রান্তিক উৎপাদন কমে তখন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে কী হারে কমে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কখন MP = AP হবে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে যখন MP ঋণাত্মক তখন AP কী হবে?
ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিতে MP এর আকৃতি কী রকম হয়?
উপকরণ ও উৎপাদনের পরিবর্তন কোথায় সমান হয়?
সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি নিচের কোন ক্ষেত্রে কার্যকর হতে পারে?
উৎপাদন বিধি হলো-
i. ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি
ii. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
iii. সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি
নিচের কোনটি সঠিক?
উৎপাদনের সময়কাল কত প্রকার?
উৎপাদনের নিমিত্তে ব্যবহৃত উপকরণের ব্যয়কে কী বলে?
মাত্রাগত উৎপাদন কীসের সাথে সম্পর্কযুক্ত?
মাত্রাগত উৎপাদনে দীর্ঘকালে সকল উৎপাদনকে কী হারে বাড়ানো যায়?
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান আনুপাতিক হারে পরিবর্তন হলে মোট উৎপাদন যে পরিবর্তন হয় তাকে কী বলে?
ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কী হারে বৃদ্ধি পায়?
Q = (AL, AK) হয় তবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন অপেক্ষক কী হবে?