উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত হলো
i. প্রযুক্তি
ii. উপকরণ
iii. কারিগরি জ্ঞান
নিচের কোনটি সঠিক?
উৎপাদন অপেক্ষক Q = f(L, K), স্থির। এক্ষেত্রে কোনটি সত্য?
i. স্বল্পকালীন সময় বিবেচ্য
ii. প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর
iii. মাত্রাগত উৎপাদন বিধি কার্যকর
উৎপাদন অপেক্ষককে ভাগ করা হয়
i. সময়ভিত্তিক
ii. সমজাতীয়তার ভিত্তিক
iii. খাতভিত্তিক
সমজাতীয়তার ভিত্তিতে উৎপাদন অপেক্ষক হলো-
i. সমজাতীয় উৎপাদন অপেক্ষক
ii. অসমজাতীয় উৎপাদন অপেক্ষক
iii. সমানুপাতিক প্রান্তিক উৎপাদন অপেক্ষক
সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারণা দেন কে?
উৎপাদন বিধি কত প্রকার?
. উৎপাদন বিধি কীসের পরিমাণ নির্দেশ করে?
উৎপাদন প্রক্রিয়ায় উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে কী হারে বাড়ে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা কী?
উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ উপকরণ নিয়োগ করতে থাকলে ক্রমশ কমবে-
সাধারণত কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি অধিক কার্যকর?
নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি-
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী প্রান্তিক উৎপাদন রেখা সর্বোচ্চ উৎপাদনের পর এর আকৃতি কেমন হয়?
মার্শাল, রিকার্ডো ও ম্যালথাস কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির বিজ্ঞানভিত্তিক ধারণা দেন?
কোনো নির্দিষ্ট পরিমাণ জমি চাষের জন্য অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করলে উৎপাদন কীরূপ হবে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কোন পর্যায়ে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে যখন গড় ও প্রান্তিক উৎপাদন কমে তখন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে কী হারে কমে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কখন MP = AP হবে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে যখন MP ঋণাত্মক তখন AP কী হবে?