কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে স্থানান্তর করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়?
কোনো দ্রব্যের উপযোগ সংযোজনের ফলে কী বৃদ্ধি পায়?
রহিম তুলা থেকে সুতা সংগ্রহ করে নিজ বাড়িতে শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করেন। তার তৈরিকৃত শাড়ি, লুঙ্গি ও গামছায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
রাজশাহীর আম কুমিল্লায় নিয়ে আসলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
জানুয়ারি মাসে উৎপাদিত আলু জুন মাসে বিক্রয় করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
পরিবহন ব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
গায়ক গান গেয়ে সবাইকে আনন্দ দেয়- এটি কোন ধরনের উপযোগ?
একটি দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে কী উপযোগ সৃষ্টি হবে?
কাউকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগের সৃষ্টি হয়?
গায়ক এর গান কোন ধরনের উপযোগ?
উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কী বলে?
উৎপাদনের স্বরূপ হলো-
i. আটা থেকে রুটি তৈরি
ii. বাড়িতে শখে বাগান করা
iii. মোবাইল ফোন মেরামত করা
নিচের কোনটি সঠিক?
কোনো দ্রব্যের উপযোগ বাড়ার কারণ হলো-
i. দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর
ii. দ্রব্যের আকার পরিবর্তন করা-
iii. দ্রব্যের অধিক যোগান
রহিমউদ্দিন মুন্সী তার বাগানের ফুল শহরে নিয়ে এসে বিক্রি করলে বেশি ক দাম পায়।
i. শহরে আনলে ফুলের উপযোগ বাড়ে
ii. সৌখিন লোকেরাই ফুল বেশি পছন্দ করেন
iii. শহরে আনলে ফুলের বিনিময় মূল্য বাড়ে
উৎপাদনের উপকরণ কয়টি?
উৎপাদনের চারটি উপাদানের মধ্যে কোনটি সর্বপ্রথম অংশগ্রহণ করে?
উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?
উৎপাদনের কোন উপকরণের যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ?