উৎপাদন ব্যয় (C) কোনটির ওপর নির্ভরশীল?
কোনটি স্থির খরচের অন্তর্গত?
যখন গড় খরচ (AC) সর্বনিম্ন হয়, তখন-
স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলেও যে ব্যয় চালু তাকে, তাকে কী বলে?
উৎপাদনের ক্ষণস্থায়ী উপাদান-
i. শ্রম
ii. মূলধন
iii. সংগঠন
নিচের কোনটি সঠিক?
অপ্রকাশিত স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত হল-
1. ফার্মের নিজস্ব বিল্ডিং
ii. স্থায়ী কর্মচারীর বেতন
iii. উদ্যোক্তার পারিশ্রমিক
মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন-
i. গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন বাড়ে
ii. গড় উৎপাদন কমে ও প্রান্তিক উৎপাদন বাড়ে
iii. গড় উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন বেশি থাকে
স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব-
i. যন্ত্রপাতি
ii. শ্রমিক
iii. কাঁচামাল
সাধারণ অর্থে উৎপাদন কী?
কে উৎপাদনের ঝুঁকি বহন করে?
উৎপাদন ব্যবস্থাপনার কাজ করেন কে?
উৎপাদন কীসের ওপর নির্ভর করে?
নিচের কোনটি মূলত রূপান্তর প্রক্রিয়া?
উৎপাদনের উপাদান নয় কোনটি?
কাদের মতে, উৎপাদন হলো কোন নতুন জিনিস সৃষ্টি করা?
উৎপাদনে উপকরণ সংগ্রহ ও তদারকি করে কে?
অর্থনীতিতে উৎপাদন করার পর সৃষ্ট উপযোগের কী থাকতে হবে?
আমজাদ মিস্ত্রি কাঠ দিয়ে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করেন। অর্থনীতিতে এ আসবাবপত্র তৈরির কাজটি কেমন?
নিচের কোনটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদন নয়?
অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায়-
i. বস্তুর রূপ ও স্থান পরিবর্তন করে
ii. সময় ও গতি পরিবর্তন করে
iii. সময়, সেবা এবং মালিকানার পরিবর্তন করে