শ্রমিকদের মজুরি, বেতন ও জ্বালানি কোন ব্যয়ের অন্তর্ভুক্ত?
২০টি দ্রব্য উৎপাদন করতে খরচ হয় ২০০ টাকা, অন্যদিকে ২১টি দ্রব্য উৎপাদন করতে খরচ হয় ২২০ টাকা। তাহলে MC কত?
গড় স্থির ব্যয় কখনোই
i. ধনাত্মক হয় না
ii. শূন্য হয় না
iii. ঋণাত্মক হয় না
নিচের কোনটি সঠিক?
মোট ব্যয় নির্ভর করে-
i. মোট স্থির ব্যয়ের ওপর
ii. মোট পরিবর্তনশীল ব্যয়ের ওপর
iii. মোট গড় ব্যয়ের ওপর
পণ্য ও সেবার প্রতি একক ব্যয়কে কী বলে?
LTCQ দ্বারা কী বোঝানো হয়?
এক একক অতিরিক্ত পণ্যের জন্য মোট ব্যয়ের যে বৃদ্ধি ঘটে তাকে কী বলে?
যখন MC > AC বৃদ্ধি পায় তখন MC > AC কেমন হয়?
এক একক অতিরিক্ত পণ্যের জন্য মোট ব্যয়ের যে বৃদ্ধি ঘটে তাকে বলে?
কখন AC-MC হয়?
TFC - 10, TVC 20 হলে উৎপাদনের পরিমাণ (Q) =10, তাহলে TC কত?
গড় স্থির ব্যয় কমতে থাকলে পরিবর্তনশীল ব্যয় কেমন হয়?
গড় ব্যয় রেখাটি প্রথম দিকে কেমন আকৃতির হয়?
AC ও MC এর সম্পর্ক হলো-
i. AC > MC
ii. AC = MC
iii. MC > AC
গড় ব্যয় রেখা U-আকৃতিবিশিষ্ট হয় যে কারণে-
i. প্রথমে হ্রাস পায় বলে
ii. মাঝে হ্রাস পায় বলে
iii. পরে বৃদ্ধি পায় বলে
উৎপাদনকারী উৎপাদিত দ্রব্য সবটুকু বিক্রি করে যে পরিমাণ অর্থ পায় তাকে কী বলে?
কোনো উৎপাদক প্রতিষ্ঠানের মোট আয়কে মোট উৎপাদিত দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে-
দাম (P) × বিক্রয়ের পরিমাণ (Q) = কত
দাম স্থির থেকে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেলে মোট আয় (TR) কেমন হবে?