মালিকানার ভিত্তিতে মূলধনকে কয় ভাগ করা হয়?
রাজশাহী থেকে খুলনায় মূলধনের স্থানান্তরকে কোন ধরনের গতিশীলতা বলা হয়?
রেলপথ কোন ধরনের মূলধন?
বুনন যন্ত্র (Weaving machine) কোন ধরনের মূলধন?
যে মূলধন একাধিক উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে কী বলে?
এক ফার্ম হতে অন্য ফার্মে মূলধন স্থানান্তরিত হলে, তাকে কী বলে?
মূলধনের গতিশীলতা হলো-
চলতি মূলধনের বৈশিষ্ট্য-
i. এই মূলধন একবার ব্যবহার করা হয়
ii. এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয় না
iii. এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
বিনিয়োগ বৃদ্ধির ফলে-
i. মোট ব্যয় বাড়ে
ii. গড় ব্যয় বৃদ্ধি থাকে
iii. উৎপাদন বাড়ে
সঞ্চয় নির্ভর করে-
i. আয়ের ওপর
ii. প্রান্তিক ভোগ প্রবণতার ওপর
iii. সুদের হারের ওপর
মূলধন গঠনের হার নির্ভর করে যার ওপর-
i. সুদের হার
ii. বিনিয়োগের সুবিধা
iii. সঞ্চয়ের ইচ্ছা
নিচের কোনটি মূলধন?
ঢাকার ব্যবসায়ী তার গার্মেন্টস কারখানা চট্টগ্রামে স্থানান্তর করলেন। এক্ষেত্রে কোন ধরনের মূলধনের গতিশীলতার সৃষ্টি হয়েছে?
একজন শিক্ষক শিক্ষকতার চাকরি ছেড়ে ব্যাংকের চাকরিতে যোগদান করলেন। এটি শ্রমের কোন ধরনের গতিশীলতা?
নিমজ্জমান মূলধন কোনটি?
জনাব মুক্তাদির হাসান তার ল্যাবে লেমিনার এয়ার ফ্লো কেবিনেট নামের বিশেষ ধরনের এক 'টেবিল টিস্যু কালচার' করে আলুর জীবাণুমুক্ত চারাগাছ উৎপাদন করেন। লেমিনার এয়ার ফ্লো কেবিনেট কোন ধরনের মূলধন?
রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তার মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তার বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?
জনাব আসলাম একজন ব্যবসায়ী। ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় মূলধনসামগ্রী স্থানান্তর করেন। জনাব আসলামের মূলধনসামগ্রী স্থানান্তর কোন ধরনের গতিশীলতা?
রংপুর ও কুড়িগ্রামে প্রচুর পাট উৎপাদন হয়। পাটের বীজ কোন ধরনের মূলধন?