ব্যবসায়ের সুনাম সম্পদ । কারণ এর-
i. অভাব পূরণের ক্ষমতা আছেii. স্বত্ব পরিবর্তন করা যায়iii. সামষ্টিক মালিকানা দেখা যায়নিচের কোনটি সঠিক?
রাহেলার একটি সেলাই মেশিন আছে। এর থেকে তাঁর মাসিক আয় ২০,০০০/- টাকা । তিনি পারিবারিক ভরণপোষণ, সন্তানের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয়পত্রে জমা করেন । সঞ্চয়ের অর্থ থেকে এ বছর তিনি আরেকটি সেলাই মেশিন ক্রয় করেছেন ।
রাহেলার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে কী বলে?
রাহেলার শেষোক্ত কাজের মাধ্যমে -
i. পারিবারিক নিরাপত্তা বাড়বে ii. সন্তানের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে iii. কর্মসংস্থান বৃদ্ধি হবে-
নিচের কোনটি সঠিক ?
কোনটি প্রাকৃতিক সম্পদ ?
অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?
2
3
৪
৫
বাজার ভারসাম্যের ক্ষেত্রে নিচের কোন শর্তটি আবশ্যক?
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও তাহসীন স্কুলে গিয়ে পেয়ারা কিনে খেল । তার ভোগকৃত পেয়ারার উপযোগ সূচি নিচে দেওয়া হলো-
৩. তাহসীনের ৩য় পেয়ারার প্রান্তিক উপযোগ কত?
৪। তাহসীনের উক্ত আচরণে-
i. স্বাভাবিক অবস্থা প্রকাশ পেয়েছেii. পেয়ারার প্রতি আকর্ষণ অপরিবর্তিত রয়েছেiii. পেয়ারার প্রতি প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমেছে২০১৯
বহুনির্বাচনি প্রশ্ন১. কোনটি প্রাকৃতিক সম্পদ ?
ব্যবসায়ের সুনাম সম্পদ । কারণ এরi. অভাব পূরণের ক্ষমতা আছেii. স্বত্ব পরিবর্তন করা যায়iii. সামষ্টিক মালিকানা দেখা যায়নিচের কোনটি সঠিক?
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাওরাহেলার একটি সেলাই মেশিন আছে। এর থেকে তাঁর মাসিক আয় ২০,০০০/- টাকা । তিনি পারিবারিক ভরণপোষণ, সন্তানের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয়পত্রে জমা করেন । সঞ্চয়ের অর্থ থেকে এ বছর তিনি আরেকটি সেলাই মেশিন ক্রয় করেছেন ।৩. রাহেলার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে কী বলে?
৪. রাহেলার শেষোক্ত কাজের মাধ্যমে -i. পারিবারিক নিরাপত্তা বাড়বেii. সন্তানের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবেiii. কর্মসংস্থান বৃদ্ধি হবেনিচের কোনটি সঠিক ?
‘পণ্যের গুণাগুণ এবং দাম সম্পর্কে ক্রেতা ও বিক্রেতা পুরোপুরি জানে' বৈশিষ্ট্যটি কোন বাজারের ?
২. দামের নিয়মে বেচাকেনা হলো-
i. ক্রেতা-বিক্রেতার দর-কষাকষির মাধ্যমে ক্রয়-বিক্রয়
ii. চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে ক্রয়-বিক্রয়
iii. নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে ক্রয়-বিক্রয়
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:সিদ্দিক সাহেব রাস্তার পাশের বাজার থেকে ছোট মাছ, মুরগি নিয়ে ৮টার সময় বাসায় আসেন, মিসেস সিদ্দিক সবজি আনতে বললে তিনি বলেন, এখন তো আর পাওয়া যাবে না ।৩. জনাব সিদ্দিক কোন ধরনের বাজার থেকে মাছ, মুরগি ক্রয় করেন?
৪. উক্ত বাজারের বৈশিষ্ট্য হলো-i. দ্রব্যের কেনা বেচার জন্য অনেক লোকের আগমনii. বিক্রিত দ্রব্যগুলোর গুণাগুন ও গঠন প্রকৃতি একই ধরনের ।iii. একই ব্যক্তি বাজারের দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে ।নিচের কোনটি সঠিক?
জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে ?
মোট দেশজ উৎপাদন (GDP) গণনায় নিচের কোনটি ধরা হয়?
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাওরুমানা তাঁর বাড়ির আঙিনায় সাধারণ বীজ বপন করে প্রথম বছর যে পরিমাণ সবজি পান পরের বছর উন্নত জাতের বীজ ব্যবহার করে তার চেয়ে বেশি সবজি পান ।৩. রুমানা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কোনটির ব্যবহার পরিবর্তন করেছেন?
৩. উৎপাদন ক্ষেত্রে এরূপ পরিবর্তন-i. GDP বৃদ্ধি করেii. GNI বৃদ্ধি করেiii. NNI হ্রাস করেনিচের কোনটি সঠিক?