প্রতিরক্ষায় যে ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে ব্যয় করতে তা হলো-
i. সেনা সদস্যদের বেতনভাতা
ii সেনা সদস্যদের প্রশিক্ষণ
iii. সেনা সদস্যদের বাসস্থান
নিচের কোনটি সঠিক?
বরাদ্দ কর অপ্রকাশিত থাকে—
i. শিক্ষা ক্ষেত্রে
ii. প্রতিরক্ষা ক্ষেত্রে
iii. নিরাপত্তা ক্ষেত্রে
পরিবেশ ও বন মন্ত্রণালয় অর্থ ব্যয় করে-
i. পরিবেশ সংরক্ষণ খাতে
ii. পরিবেশ মানোন্নয়ন খাতে
iii. শিল্প দূষণ থেকে রক্ষা খাতে
অ-উন্নয়ন বাজেটে আয় হলো—
i. VAT
ii. প্রশাসনিক ফি
iii. বৈদেশিক ঋণ
কোন ধরনের শুষ্ক রমজান মিয়ার ব্যবসায়কে প্রভাবিত করে?
সরকার শুল্ক ধার্য করার ফলে রমজান মিয়ার আয়-
i. বাড়বে
ii. কমবে
iii. শূন্য
লাভলু বেশি দাম দিতে হয় কারণ কী?
পোশাকটির ক্ষেত্রে আরও যে সময় VAT দিতে হয়েছে তা হলো-
i. কাঁচামাল থাকা অবস্থায়
ii. চূড়ান্ত পণ্য অবস্থায়
iii. মাধ্যমিক পণ্য অবস্থায়
জনাব আখতার আলীর সংসারের বাজেট কীরূপ?
জনাব আখতার আলীর সংসারের সাথে বাংলাদেশের অর্থনীতির খিল রয়েছে, যেক্ষেত্রে তা হলো-
i. সুষম বাজেট
ii. উদ্বৃত্ত বাজেট
iii ঘাটতি বাজেট
শাহেদ সরকারকে কোন ধরনের কর দেয়?
শাহেদ যে কর প্রদান করেন তা দেশের-
i. GDP বৃদ্ধি করে
ii. রাজস্ব হ্রাস করে
iii. বিনিয়োগ হ্রাস করে
রাজনের দেশে যে বাজেট উপস্থাপন করা হয় তাকে কী বাজেট বলে?
রাজনের দেশে প্রতিবছর কখন বাজেট উপস্থাপন করা হয়?
রাজনের দেশের আয়ের উৎস হলো-
i. অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ
ii. বৈদেশিক সাহায্য
iii. কৃষি ও শিল্প উন্নয়ন
জামান সাবানের গায়ে যে VAT লেখাটি দেখে বাংলাদেশে তা কত সালে চালু হয়?
উক্ত VAT সরকারের-
i. রাজস্ব বৃদ্ধি করে
iii. ঋণ বৃদ্ধি করে
অর্থনীতির জনক কে?
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাওনাবিল বাজারে চিনি কিনতে গিয়ে দেখলেন, চিনির দাম অনেক বেশি । পাশে দাঁড়িয়ে থাকা একজন ক্রেতা বলল, রাস্তার ওপারে এই চিনি সরকারি বিক্রয় কেন্দ্রে ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে ।
৩. নাবিলের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ?
নাবিলের দেশের অর্থব্যবস্থায়-