মূলধন হলো-
i. অতীত সঞ্চয়ের ফল
ii. সক্রিয় উপাদান
iii. গতিশীল উপাদান
নিচের কোনটি সঠিক?
নিমজ্জিত মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. এ মূলধন কাঁচামাল ক্রয়ে ব্যবহৃত হয়
ii. এ মূলধনের ব্যবহার সীমিত
iii. বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়
সেলাই মেশিন হলো-
i. স্থায়ী মূলধন
ii. নিমজ্জমান মূলধন
iii. ভাসমান মূলধন
মূলধন গঠন নির্ভর করে-
i. সঞ্চয়ের সামর্থ্য
ii. সঞ্চয়ের ইচ্ছা
iii. বিনিয়োগের সুযোগ
উৎপাদনে মূলধনের কাজ হচ্ছে-
i. কাঁচামাল ক্রয়
ii. শ্রমিক সংগ্রহ,
iii. যন্ত্রপাতি ক্রয়
মূলধনের গতিশীলতা হলো-
i. মূলধন সিমেন্ট শিল্প হতে চিনি শিল্পে স্থানান্তর হওয়া
ii. মূলধন কোরিয়া হতে বাংলাদেশে স্থানান্তর হওয়া-
iii. মূলধনী দ্রব্য হিসেবে নতুন কম্পিউটার ক্রয়
মূলধনের গতিশীলতার কারণে-
i. বিনিয়োগ বাড়ে
ii. আঞ্চলিক বৈষম্য কমে
iii. শ্রমের চাহিদা বাড়ে