জনাব কামাল একজন কৃষক। কৃষিকাজ করার জন্য তিনি লাঙল ব্যবহার করেন। জনাব কামালের জন্য তার লাঙলটি কোন ধরনের মূলধন।
নিচের কোনটি চলতি মূলধনের পর্যায়ভুক্ত?
মূলধনের স্থানান্তর হলো-
মূলধনের গতিশীলতা বলতে বোঝায়-
মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?
কোন উপাদানের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে?
মূলধন যোগানের উৎস কয়টি?
মূলধন হলো-
i. অতীত সঞ্চয়ের ফল
ii. সক্রিয় উপাদান
iii. গতিশীল উপাদান
নিচের কোনটি সঠিক?
নিমজ্জিত মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. এ মূলধন কাঁচামাল ক্রয়ে ব্যবহৃত হয়
ii. এ মূলধনের ব্যবহার সীমিত
iii. বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়
সেলাই মেশিন হলো-
i. স্থায়ী মূলধন
ii. নিমজ্জমান মূলধন
iii. ভাসমান মূলধন
মূলধন গঠন নির্ভর করে-
i. সঞ্চয়ের সামর্থ্য
ii. সঞ্চয়ের ইচ্ছা
iii. বিনিয়োগের সুযোগ
উৎপাদনে মূলধনের কাজ হচ্ছে-
i. কাঁচামাল ক্রয়
ii. শ্রমিক সংগ্রহ,
iii. যন্ত্রপাতি ক্রয়
মূলধনের গতিশীলতা হলো-
i. মূলধন সিমেন্ট শিল্প হতে চিনি শিল্পে স্থানান্তর হওয়া
ii. মূলধন কোরিয়া হতে বাংলাদেশে স্থানান্তর হওয়া-
iii. মূলধনী দ্রব্য হিসেবে নতুন কম্পিউটার ক্রয়
মূলধনের গতিশীলতার কারণে-
i. বিনিয়োগ বাড়ে
ii. আঞ্চলিক বৈষম্য কমে
iii. শ্রমের চাহিদা বাড়ে
মূলধনের ধারণাকে কয়টি দিক থেকে বিশ্লেষণ করা যায়?
'যে সমস্ত সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা আয় উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে'- কে বলেছেন?
একটি দালানকে বাসগৃহ হিসেবে ব্যবহার করলে তখন কী হিসেবে গণ্য হবে?
উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কী বলে?
মূলধন গঠনের প্রধান উপায় কোনটি?
কোন অর্থনীতিবিদ মূলধনের তিনটি রূপের কথা উল্লেখ করেছেন?