ট্রেডমার্ক কোন ধরনের মূলধন?
দেশপ্রেম কী ধরনের মূলধন?
নিচের কোনটি নিমজ্জমান মূলধনের উদাহরণ?
সেলাই মেশিন কোন ধরনের মূলধন?
ভোগ্য মূলধন বলতে কী বোঝায়?
অধ্যাপক মার্শাল উৎপাদকের মূলধনকে কোন মূলধন হিসেবে অভিহিত করেছেন?
সাধারণত কোনটির মাপকাঠিতে মূলধন পরিমাপ করা হয়?
ব্যবসায় খাটানো সমস্ত অর্থ কোন মূলধন হিসেবে বিবেচনা করা হয়?
কোন মূলধন অর্থ মূল্যে পরিমাপ করা যায়?
রেল ইঞ্জিন কেবল রেলের বগি বা রেলগাড়ি টানার কাজে লাগে। এটি কোন মূলধনের অর্ন্তগত?
নিচের কোনটি ব্যক্তিগত মূলধন?
কোনটি স্থিতিস্থাপক মূলধন?
জনাব শহিদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাড়ি কোন ধরনের মূলধনের উদাহরণ?
যে মূলধন রাষ্ট্রীয় মালিকানায় থাকে তাকে কী বলে?
মোকাম্মেল সাহেব তার পেনশনের শেষ দুই লাখ টাকা ব্যবসায় খাটাবেন বলে মনস্থির করলেন। এ ক্ষেত্রে তার টাকাটি কোন ধরনের মূলধন?
কোনো উৎপাদিত দ্রব্য বর্তমান অভাব পূরণের জন্য ব্যবহৃত হলে তাকে কী?
নিচের কোনটি সম্পদের অংশ?
শিল্পের প্রধান কাঁচামাল গ্যাস। এটিকে কোন ধরনের মূলধনের সাথে তুলনা করা যায়?
স্থায়িত্বের ভিত্তিতে মূলধনকে প্রধানতー
i. স্থায়ী মূলধন
ii. জাতীয় মূলধন
iii. চলতি মূলধন
নিচের কোনটি সঠিক?
চলতি মূলধন ব্যবহার করা হয়-
i. নৈমিত্তিক ব্যয় নির্বাহে
ii. স্থায়ী সম্পত্তির ব্যবস্থাপনায়
iii. স্থায়ী সম্পদ নির্মাণে