তুলা থেকে সুতা তৈরি করা হলে, তাকে মূলধনের কোন ধরনের গতিশীলতা বলে?
বাংলাদেশে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোথা থেকে আসে?
স্বল্পমেয়াদি ঋণের গতিশীলতা কেমন?
লৌহ গলানোর চুল্লিকে কোন ধরনের মূলধন বলে?
মূলধনের গতিশীলতা বলতে কী বোঝায়?
মূলধনের যোগান বলতে বোঝায়-
দীর্ঘমেয়াদি ঋণের গতিশীলতা কেমন?
মূলধনের যোগান অপরিহার্য কেন?
মূলধনের গতিশীলতা হ্রাস পায়-
ⅰ. যুদ্ধ ও শান্তি বিঘ্নিত হলে
ii. সরকারি বাধা-নিষেধ বাড়লে
iii. আমদানি-রপ্তানিতে শুল্ক বাড়ালে
নিচের কোনটি সঠিক?
মূলধনের গতিশীলতার ফলে-
i. অনুন্নত অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি পায়
ii. উন্নয়নের ক্ষেত্রে সমতা বজায় থাকে
iii. অধিক মূলধন অন্য ক্ষেত্রে স্থানান্তরিত হয়
মূলধনের গতিশীলতা নির্ভর করে-
i. বিনিয়োগের পরিবেশ
ii. মূলধনের প্রাচুর্যতা
iii. রাজনৈতিক স্থিতিশীলতা
মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে যদি-
i. সামাজিক নিরাপত্তা থাকে
ii. সামাজিক অবকাঠামো উন্নত হয়
iii. বিনিয়োগ নিরাপত্তা অনিশ্চিত হয়
মূলধন যোগানের ক্ষেত্রে মূলধন ভূমিকা রাখে-
i. যন্ত্রপাতির যোগান দিয়ে।
ii. আধুনিক যন্ত্রপাতির যোগান দিয়ে
iii. আসবাবপত্রের যোগান দিয়ে
মুলধনের গতিশীলতার কারণ হলো-
i. বিনিয়োগের অনুকূল পরিবেশ
ii. সুদের হারের পরিবর্তন
iii. বিনিয়োগের সুযোগ সুবিধা
মূলধনের গতিশীলতার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান হলো-
i. মূলধনের চাহিদা
ii. সঞ্চয়ের সামর্থ্য
iii. মুনাফা লাভের প্রত্যাশা
মূলধন যোগানের অভ্যন্তরীণ উৎস হলো-
i. রাজস্ব উদ্বৃত্ত
ii. FDI
iii. নিট মূলধন আয়
আধুনিক ও অবাধ অর্থনীতিতে মূলধন গঠনের প্রক্রিয়া কয়টি স্তরে বিভক্ত?
সঞ্চয়ের সামর্থ্য কীসের ওপর নির্ভর করে?
মানুষের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে কী বাড়ে?
কোনটি সঞ্চয়কে বিশেষভাবে প্রভাবিত করে?