উদ্দীপক অনুসারে নোমান সাহেবের মূলধনে কোন ধরনের গতিশীলতা সৃষ্টি হয়েছে-
i. ভৌগোলিক গতিশীলতা
ii. পেশাগত গতিশীলতা
iii. শিল্পগত গতিশীলতা
নিচের কোনটি সঠিক?
সিদ্দিক সাহেবের কারখানার যন্ত্রপাতি ও মালামাল স্থানান্তরকে অর্থনীতির ভাষায় কী বলা হয়?
সিদ্দিক সাহেবের এই কর্মকাণ্ডেー
i. দেশের সুষম উন্নয়ন সংঘটিত হবে
ii. উৎপাদনের পরিমাণ বাড়বে
iii. উৎপাদনের ক্ষেত্রে নতুনত্ব আসবে
মূলধন কী?
মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের বা বস্তুর যে অংশ পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত হয়, তাকে কী বলে?
'সম্পদের পিতা হলো শ্রম আর মাতা হলো ভূমি।'- কে বলেছেন?
সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলই মূলধন'- কে বলেছেন?
কোন উপকরণটি উৎপাদন কার্যক্রম তদারকি করে?
অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কতজন?
মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কীসের প্রয়োজন হয়?
অংশীদারি কারবারে কীভাবে মূলধন সংগ্রহ করা হয়?
প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত জন?
একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে কত জন সদস্য থাকে?
NGO-এর পূর্ণরূপ কোনটি?
সংগঠনের কাজ-
i. ঝুঁকি গ্রহণ
ii. মূলধন সংগ্রহ
iii. আইন প্রণয়ন
অংশীদারি কারবারের অসুবিধা-
i. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
ii. স্থায়িত্ব কম
iii. বিশ্বাস ও আস্থার অভাব
অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি?
কিছু উৎপাদনের জন্য ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধনের কাজকে কী বলা হয়?
উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সুষ্ঠু সমন্বয়ের কাজকে বলা হয়-