একজন সংগঠক কোন গুণের মাধ্যমে বর্তমানকে ভবিষ্যতে পরিগণনা করেন?
একজন সংগঠক উৎপাদনের কয়টি উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে থাকেন?
সংগঠনের সফলতা কার ওপর নির্ভর করে?
একজন সংগঠকের কোন গুণাবলিটি থাকা অপরিহার্য?
উপস্থিতি ও সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একজন সংগঠকের কোন গুণটি থাকা দরকার?
নিচের কোনটি একজন সফল সংগঠকের একটি বিশেষ গুণ?
উদ্যোক্তার প্রধান কাজ হলো উৎপাদনের নতুন নতুন উপায় উদ্ভাবন করে তা প্রবর্তন করা'- প্রামাণ্য সংজ্ঞাটি কে দিয়েছেন?
উদ্যোক্তার যোগ্যতা ও গুণাবলির ওপর নির্ভর করে-
i. ব্যবসায়ের সফলতা
ii. ব্যবসায়ের বিফলতা
iii. ব্যবসায়ের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
একজন সফল ও আত্মবিশ্বাসী উদ্যোক্তার থাকা প্রয়োজন-
i. সাংগঠনিক ক্ষমতা
ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
iii. বুদ্ধিমত্তা
একজন উদ্যোক্তা দ্রব্য উৎপাদনের সময় লক্ষ রাখেন-
i. উৎপাদিত দ্রব্যের উপযোগিতা
ii. ভোক্তার রুচি ও পছন্দ
iii. উৎপাদিত দ্রব্যের গুণাগুণ
রায়হান একজন শিল্প উদ্যোক্তা বা সংগঠক। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি-
i. নীতি নির্ধারণ করবেন
ii. উৎপাদনের উপাদানগুলো একত্রিত করবেন
iii. ঝুঁকি গ্রহণ করবেন
কোন কারবারে Customer is always right নীতিতে দ্রব্য উৎপাদন করা হয়?
মালিকানা ও পরিচালনার ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়?
ব্যক্তি মালিকানার ধরন, গঠন পদ্ধতি ও কার্যক্রমের ভিত্তিতে সংগঠন কত প্রকার?
পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক?
আলীপুর বাজারের টুটুল মিয়া নিজের অল্প পুঁজি দিয়ে মালপত্র ক্রয় করে বেচা-কেনা পরিচালনা করে। টুটুল মিয়ার কারবারটি কোন ব্যবসার মধ্যে পড়ে?
কোনটি একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র?
ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকান কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল?
কোন কারবারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়?