অংশীদারি কারবারে চুক্তিতে ব্যবসায়ের লাভ-লোকসান বণ্টনের অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বণ্টন হয় কীভাবে?
অংশীদারদের লাভ-লোকসান বণ্টনের অনুপাত উল্লেখ থাকে কোথায়?
লিখিত চুক্তিকে কী বলে?
কীভাবে অংশীদারগণ ব্যবসায়ের সকল সিদ্ধান্ত গ্রহণ করেন?
অংশীদারি ব্যবসায় গঠনের জন্যে নিচের কোনটি অপরিহার্য?
অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটার কারণ-
i. মূলধনের যোগান
ii. ব্যক্তিগত সামর্থ্যের সীমাবদ্ধতার অবসান
iii. বৃহদায়তন ব্যবসায়ের সুযোগ-সুবিধা ভোগ
নিচের কোনটি সঠিক?
অংশীদার হতে হলে প্রয়োজন-
i. সকল অংশীদারকে অর্থ সরবরাহ করতে হবে
ii. মূলধন সরবরাহ ছাড়াও অংশীদার হওয়া যাবে
iii. প্রাপ্তবয়স্ক ও সুস্থ ব্যক্তি
অংশীদারি কারবারের অসুবিধা হলো-
i. দুর্নীতির আশঙ্কা
ii. পরিচালনার সমস্যা
iii. বাগড়া বিবাদ
যৌথ মূলধনী কারবার কত প্রকার?
যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের প্রধান উৎস কোনটি?
সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় পাস হয়?
বাংলাদেশে কোন সালের কোম্পানি আইন প্রচলিত রয়েছে?
কৃত্রিম ও স্বাধীন সত্তার অধিকারী ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি?
যৌথ মূলধনী কারবারে সরবরাহকৃত মূলধনকে কী বলা হয়?
মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা কোন ব্যবসায়ের?
যৌথ কারবারের প্রধান সুবিধা কোনটি?
কারা যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করে?
কোন ধরনের কারবার শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে?
কোম্পানি নিজ নামে অন্যের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে কীভাবে?
কোন ব্যবসায়ের ওপর জনগণের আস্থা বেশি?