বাংলাদেশে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হলো-
i. বিনিয়োগকারী
ii. কোম্পানি
iii. সরকার
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে গাজী লিমিটেড কর্তৃক ইস্যুকৃত বস্তুটির নাম কী?
কুপন বন্ডের অপর নাম কী?
দীর্ঘমেয়াদি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস হলো-
i. ঋণপত্র
ii. সংরক্ষিত আয়
iii. অবচয় তহবিল
শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে লাভকে কী বলে?
দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের হাতিয়ার হলো-
ii. প্রদেয় বিল
iii. শেয়ার
জনগণের নিকট শেয়ার ইস্যুর পূর্বে বর্তমান শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় কোন পদ্ধতিতে?
সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কী বলে?ট্রেজারি বিল
% বন্ডের অভিহিত মূল্য ২,০০০ টাকা। বিক্রয়মূল্য ১,৮০০ টাকা। বন্ডটি বর্তমান yield কত?
ট্রেজারি বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কোনটি?
নির্দিষ্ট আয় প্রত্যাশীদের জন্য কোন ধরনের শেয়ার সর্বোত্তম?
প্রয়োজনীয় আয়ের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য-
ঝুঁকি পরিমাপের উৎকৃষ্ট পদ্ধতি কোনটি?
নিচের কোনটি অনাদায় ঝুঁকিমুক্ত বিনিয়োগ?
কোন ঝুঁকি হ্রাস করা যায় না?
ঝুঁকির উৎসগুলো হলো-
i. অর্থনৈতিক অনিশ্চয়তা
ii. প্রাকৃতিক অনিশ্চয়তা
iii. মানবীয় অনিশ্চয়তা
ঝুঁকিবিহীন সিকিউরিটি কোনটি?
ABC কোম্পানি বর্তমান বছরের শেষে ১০ টাকা লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নেয় এবং আগামী বছরগুলোতে ৭% হারে বৃদ্ধি পাবে বলে কোম্পানি প্রত্যাশা করে। কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০০ টাকা এবং উত্তরণ ব্যয়ের হার বিক্রয়মূল্যের ৫% হলে নতুন সাধারণ স্টকের ব্যয় নির্ণয় কর।
ঋণ মূলধন ব্যবহারের সুবিধা কোনটি?
বাজার ঝুঁকির মান ১.৫, ঝুঁকিমুক্ত আয়ের হার ৬% এবং বাজার আয়ের হার ১২% হলে কোন সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার কত?