ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক কীরূপ?
ঝুঁকি পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
কোনটি দ্বারা আদর্শ বিচ্যুতিকে প্রকাশ করা যায়?
কোনটি মূলধন বাজারে আয়ের পূর্বশর্ত?
অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদির পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়?
কোন ঝুঁকির কারণে কোম্পানির দ্রুত বিলোপসাধন হতে পারে?
দেউলিয়া হওয়ার সম্ভাবনা হলো-
বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়ে-
i. ব্যবসায়িক ঝুঁকি
ii. খাটি ঝুঁকি
iii. আর্থিক ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
তাদের মূলধনের ওপর আয়ের শতকরা হার কত?
রূপালী লি. এর সাধারণ শেয়ারের ব্যয়ের হার কত?
মূলধন ব্যয় ব্যবহার করা হয়-
i. অর্থায়নের উৎস নির্বাচনে
ii. প্রকল্প মূল্যায়নে
iii. মুনাফা বণ্টনে
ভরযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয়ে অন্তর্ভুক্ত করা হয়-
i. ঋণ মূলধন ব্যয়
ii. ইক্যুইটি ও অগ্রাধিকার মূলধন ব্যয়
iii. চলতি মূলধন ব্যয়
মূলধন ব্যয় হচ্ছে-
i. গড় মূলধন ব্যয়
ii. বাণিজ্যিক কাগজের ব্যয়
iii. বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার
মূলধনের কোন উপাদানের ব্যয় সর্বোচ্চ?
শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে লাভকে কী বলা হয়?
স্থায়ী পরিচালন ব্যয় বেশি হলে কোনটি বেশি হবে?
মূলধন কাঠামোতে স্থির ব্যয়যুক্ত অর্থায়ন বেশি হলে নিচের কোনটি বেশি হবে?
বিভেদাংক কখন ব্যবহার করা হয়?
কোনটি ঝুঁকির পরিমাপবহির্ভূত?
লামা কোং লি. ২০% সুদে ১,০০,০০ টাকার ঋণপত্র বিক্রয় করে। কর হার ৫০% হলে কোম্পানির ঋণপত্রের প্রকৃত সুদ কত লভাংশ হবে?