মাদার কম্পিউটার লি. ৩,০০০ টাকা লিখিত মূল্যের ১৫% অগ্রাধিকার শেয়ার ২,৫০০ টাকা বিক্রয় করলে ঐ মূলধনের ব্যয় কত হবে?
বাংলাদেশের এই ভূখন্ডে কত সালে সর্বপ্রথম শেয়ার মার্কেট কার্যক্রম শুরু হয়েছিল?
কোনটি হতে প্রাপ্ত আয় নির্দিষ্ট নয়?
এককপ্রতি স্থায়ী ব্যয় কত?
যন্ত্রপাতির বিক্রয়জনিত লাভ নগদ প্রবাহ বিবরণীর কোন ধরনের কার্যাবলির অন্তর্ভুক্ত?
১০,০০০ একক উৎপাদনে প্রতি এককের স্থায়ী খরচ কত?
হাসান সাহেব যদি ২০০ ছাত্র ভর্তি করে ৫০,০০০ টাকা মুনাফা করতে চায়, তবে প্রতি ছাত্রের টিউশন ফি কত নির্ধারণ করলে চলবে?
ডিবেঞ্চার হতে প্রাপ্ত আয় কীরূপ?
একটি বন্ড অবহারে বিক্রয় হওয়ার কারণ হতে পারে-
i. বাজারে সুদের হারের পরিবর্তন
ii. ফার্মের ঝুঁকির পরিবর্তন
iii. দেশের অর্থনৈতিক মন্দা
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিগত উপস্থাপন পদ্ধতিতে কোম্পানি কার নিকট শেয়ার বিক্রির প্রস্তাব দেয়-
i. বিনিয়োগ কোম্পানির কাছে
ii. বিভিন্ন ব্যাংকের কাছে
iii. সাধারণ জনগণের কাছে
ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ও বিনিয়োগের উদ্দেশ্যে সংগৃহীত তহবিলকে কী বলা হয়?
কোম্পানি বিলুপ্ত হলে সম্পদ বিক্রির অর্থ সবার আগে কে পায়?
মূলধন ব্যয়ের সঙ্গে কোম্পানির মূল্যের কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
SIBL লি. কর্তৃক ইস্যুকৃত বন্ডটির নাম কী?
ACI লি. কর্তৃক ইস্যুকৃত বন্ডটির নাম কী?
'Stock Spilt'-এর উদ্দেশ্য কোনটি?
যদি কুপন সুদের হার ও প্রত্যাশিত আয়ের হার সমান হয় এবং একটি বন্ড অভিহিত মূল্যে বিক্রয় ও অধিহারে পরিশোধ করা হয় তা হলো-
i. বন্ডটির অন্তর্নিহিত মূল্য অভিহিত মূল্যের বেশি হবে
ii. মেয়াদপূর্তিতে আয়ের হার কুপন সুদের হারের থেকে বেশি হবে
iii. চলতি আয়ের হার কুপন সুদের হারের সমান হবে
সুনির্দিষ্ট জামানতযুক্ত অর্থায়ন কোনটি?
ডিউলিপ কোম্পানি লি. ১৫% সুদে ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করল। ঐ কোম্পানির কর হার ৩০% হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধনের ব্যয় কত?
ব্যবসায়ে দীর্ঘমেয়াদি মূলধন ব্যবহার করা হয়-
i. আসবাবপত্র ক্রয়ে
ii. দালানকোঠা ক্রয়ে
iii. স্থায়ী সম্পদ ক্রয়ে