'বর্জন নোটিশ' নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে?
নৌ বিমায় ব্যক্ত শর্তের বিষয়বস্তুর মধ্যে পড়ে-
i. যাত্রার বৈধতা
ii. সমুদ্র যাত্রার তারিখ
iii. বিমাকৃত সম্পদের বৈধতা
নিচের কোনটি সঠিক?
নৌ বিমায় অব্যক্ত শর্তের বিষয়বস্তু হলো-
i. জাহাজের সমুদ্রে চলাচলযোগ্যতা
ii. যাত্রার বৈধতা
iii. যাত্রাপথ পরিবর্তন না করা
নৌ বিমায় অপ্রাকৃতিক ঝুঁকির মধ্যে পড়ে-
i. জলদস্যু
ii. জাহাজের কর্মীদের প্রতারণা
iii. বরফ খন্ডের সাথে ধাক্কা
নৌ বিমাপত্র সংগ্রহ করতে পারে-
i. জাহাজ মালিক
ii. জাহাজস্থ পণ্যের মালিক
iii. জাহাজ ভাড়া নিয়ে পণ্য বহনকারী
প্রাকৃতিক নৌ বিপদের মধ্যে পড়ে-
i. সামুদ্রিক ঝড়
ii. পণ্য নিক্ষেপ
iii. নিমজ্জিত পাহাড়ের সাথে ধাক্কা
নৌ-বিমায় আংশিক ক্ষতির বিমাদাবি প্রমাণের জন্য যে সকল দলিলপত্র জমা দিতে হয় তা হলো-
i. বিমাপত্র
ii. জরিপকারীর প্রতিবেদন
iii. পরিত্যাগের নোটিস
নৌ বিমাপত্রের বিভিন্ন ধরনের মধ্যে পড়ে-
i. যাত্রার বিমাপত্র
ii. সময় বিমাপত্র
iii. মিশ্র বিমাপত্র
বিমা ব্যবসায়ে নৌ-বিমা অদ্যাবধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বড় কারণ-
i. জাহাজ ও জাহাজে বাহিত পণ্য মূল্যবান
ii. বৈদেশিক বাণিজ্যের অধিকাংশই সমুদ্রপথে সম্পন্ন হয়
iii. নৌ বিমার মধ্য দিয়েই বিমা ব্যবসায়ের যাত্রা শুরু
জাহাজ বিমার দাবি আদায়ের ক্ষেত্রে যে সকল দলিল জমা দিতে হয় তার অন্তর্ভুক্ত হলো-
i. চার্টার পার্টি
ii. চালানি রসিদ
iii. জরিপকারীর প্রতিবেদন
বাংলাদেশে বিমা ব্যবসায়ের বিদ্যমান সমস্যা রোধে করণীয় হলো-
i. বিমা শিক্ষার প্রসার
ii. বিমা ব্যবসায়ের আধুনিকীকরণ
iii. নতুন কল-কারখানা প্রতিষ্ঠা
মি. তুহিন জাহাজ ও বাহিত মূল্যবান পণ্য বিমা করে। দুর্ঘটনা ঘটার পর মালের মূল্য নিরূপণ করে বিমাদাবি প্রদত্ত হয়। মি. তুহিনের সংগৃহীত বিমাপত্র কোন ধরনের ছিল?
২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে জাহাজ চট্টগ্রাম থেকে লন্ডন বন্দরে পৌছাবে। এজন্য একটা জাহাজ ও জাহাজস্থ পণ্য বিমা করা হয়। এটি কোন ধরনের নৌ-বিমা পত্র?
নৌবিমায় একটি সম্পত্তির বিমাকৃত মূল্য ৫০,০০০ টাকা। ক্ষতির পরিমাণ ২০,০০০ টাকা। ক্ষতি সংঘটনকালে সম্পত্তির বাজার মূল্য ১,০০,০০০ টাকা হলে জাহাজটির সমন্বিত ক্ষতি কত হবে?
নৌ বিমায় জাহাজ ভাড়া পণ্য পৌঁছানোর পর পরিশোধ করা হলে, জাহাজ ভাড়ায় কার বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান?
নৌ বিমার ক্ষতির পরিমাণ ও বিমা দাবি আদায় নিচের কোন ক্ষেত্রে সহজ?
নৌ-বিমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে?
Jettison' বলতে কী বোঝায়?
কোনটি নৌ বিমা চুক্তির প্রকাশিত শর্ত?
ব্যবহৃত জাহাজি দলিলসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ হলো-