বিমা চুক্তি সম্পাদনের জন্য অগ্নিবিমায় পক্ষসমূহকে হতে হবে-
i. যোগ্য
ii. সাবালক
iii. বৈধ
নিচের কোনটি সঠিক?
অগ্নিবিমার চুক্তির ক্ষেত্রে নির্দিষ্টতা বলতে যা বোঝায়, তা হলো-
i. কোন সম্পত্তির জন্য
ii. কত বছরের জন্য
iii. কী কী ঝুঁকির জন্য
অগ্নিবিমার চুক্তি বাতিল বলে গণ্য হতে পারে কেবল-
i. শর্তভঙ্গে
ii. শর্ত পূরণে
iii. উভয় পক্ষ শর্ত অমান্য করলে
অগ্নিবিমার অন্তর্ভুক্ত পক্ষগুলো হলো-
i. বিমাগ্রহণকারী
ii. বিমাকারী প্রতিষ্ঠান
iii. বিমা স্বাক্ষরকারী
উদ্দীপকে 'X' কোম্পানি পুনরায় 'Y' বিমা কোম্পানির নিকট বিমা করায়-
i. ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়েছে
ii. বিমাদাবির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে
iii. বিমাগ্রহীতার আস্থা বৃদ্ধি পেয়েছে
প্রগতি ইন্সুরেন্স প্রতিষ্ঠানের পাওয়া সুবিধাসমূহ হলো-
i. ঝুঁকির পরিমাণ কমে
ii. বিমাগ্রহীতার আস্থা বাড়ে
iii. বিমা দাবি পরিশোধের সম্ভাবনা বাড়ে
উক্ত বিমার বিমাকারী ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়-
i. আংশিক ক্ষতি হলে
ii. সম্পূর্ণ ক্ষতি হলে
iii. ক্ষতি না হলে
সিফাত সাহেবকে বিমা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ করার কারণ হলো-
i. নির্দিষ্ট সময়ে ক্ষতি হয়েছে
ii. জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে
iii. যাত্রাপথ নির্দিষ্ট ছিল