কোন্টি নৌ-বিমা চুক্তির অপ্রকাশিত শর্ত?
ভাড়ার পরিমাণ ও প্রকৃতি, জাহাজের গন্তব্য প্রভৃতি উল্লেখ থাকে কোন দলিলে?
জাহাজে মাল বোঝাইয়ের দলিল-
যে চুক্তিতে রপ্তানিকারক জাহাজের প্রধান অংশ বা সম্পূর্ণ অংশ ভাড়া নেয়-
প্রভবলেখ সম্পর্কিত-
নৌ-বিমা চুক্তির অব্যক্ত শর্ত কোনটি?
সবচেয়ে পুরাতন বিমা কোনটি?
প্রধানত নৌ-বিমা ব্যবসায়কে কেন্দ্র করে কত সালে The Lloyds 'Assurance এবং The Royal Exchange নামে দুটি প্রতিষ্ঠান গঠিত হয়?
কোন ধরনের নৌ-বিমাপত্রে একই সাথে নির্ধারিত সমুদ্রযাত্রা ও নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকে?
অগ্নিকাণ্ড হতে হবে কোন ধরনের?
কোন শর্তানুযায়ী বিমাকৃত বিষয়বস্তুর অগ্নিকাণ্ড ঘটতে হবে?
অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনার খবর যত দ্রুত সম্ভব কাকে অবহিত করতে হবে?
কত দিনের মধ্যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনার খবর বিমাকারীর কাছে জানাতে হয়?
কে বিমাকৃত সম্পত্তির ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে?
অগ্নিকান্ড সংঘটিত হওয়ার আগেই কোনটি গ্রহণ করা উচিত?
বিমাকারী ও বিমাগ্রহীতার মাঝে কোনটি থাকা আবশ্যক?
বিমার ঝুঁকির পরিমাণ নির্ণয়ের জন্য কোনটির সঠিক উপস্থাপন করতে হবে?
অপ্রকাশিত শর্তসমূহ অনেক বেশি-
i. যৌক্তিক
ii. সর্বজনীন
iii. অযৌক্তিক
নিচের কোনটি সঠিক?
বিমাচুক্তির অন্তর্ভুক্ত শর্তসমূহ হলো-
i. ঝুঁকি
ii. ক্ষতিপূরণ প্রদানের সীমা
iii. প্রিমিয়ামের পরিমাণ
মুখ্য শর্তগুলো হতে পারে-
i. প্রকাশিত
ii. অনুক্ত
iii. লিখিত