পণ্যবিমার জন্য কোন ধরনের নৌ-বিমাপত্র অধিক উপযোগী?
জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেওয়া হলে তাকে কী বলে?
নৌ-বিমায় 'ত্যাগ স্বীকার' কোন ক্ষতির আওতাভুক্ত?
জনাব ইশানের অগ্নিবিমা চুক্তির শর্তভঙ্গের ফলে কী ঘটতে পারে?
জনাব ইশান চুক্তির ক্ষেত্রে কোন কোন ধরনের উপাদানসমূহ নিশ্চিত করেছে?
কোন বিমাপত্রে ক্ষতিপূরণের বদলে সম্পদ প্রদান করা হয়?
কোন ধরনের অগ্নিবিমায় সম্পত্তির বাজারমূল্য বিবেচনায় নেওয়া হয়?
প্রিমিয়ামের পরিমাণ তুলনামূলক কম কোনটিতে?
একই ব্যক্তির বিভিন্ন স্থানে সম্পদ বা সম্পত্তির অগ্নিজনিত ঝুঁকি নিশ্চিত করতে পারে যে বিমাপত্র তা হলো-
i. ভাসমান
ii. আচ্ছাদিত
iii. সমন্বয়যোগ্য
নিচের কোনটি সঠিক?
মূল্যায়িত বিমাপত্রের বৈশিষ্ট্য হলো-
i. বিষয়বস্তুর মূল্য আগেই নির্ধারিত
ii. দুর্ঘটনার পর ক্ষতির পরিমাণ মূল্যায়ন অপ্রয়োজনীয়
iii. সম্পত্তির বাজারমূল্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়
লিখিত চুক্তি ছাড়া অগ্নিবিমার কোনো আইনগত ভিত্তি থাকবে না। এটি কোন ধরনের উপাদানের অন্তর্গত?
কোনটি ছাড়া অগ্নিবিমা চুক্তি সম্ভব নয়?
অগ্নিকাণ্ডের প্রত্যক্ষ বা নিকটতম কারণ অনুসন্ধান করে অগ্নিবিমার কী নির্ধারিত হয়?
চুক্তি কী না হলে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়?
কোনটি গোপন করলে বিমাচুক্তি বাতিল হয়ে যায়?
বিমাযোগ্য স্বার্থ সৃষ্টির জন্য বিমাকৃত সম্পত্তির ওপর বিমাগ্রহীতার কোনটি থাকা উচিত?
কোন ক্ষেত্রে বিমাচুক্তি বাতিল বলে গণ্য হয়?
বিমা চুক্তি সম্পাদনের জন্য অগ্নিবিমায় পক্ষসমূহকে হতে হবে-
i. যোগ্য
ii. সাবালক
iii. বৈধ
অগ্নিবিমার চুক্তির ক্ষেত্রে নির্দিষ্টতা বলতে যা বোঝায়, তা হলো-
i. কোন সম্পত্তির জন্য
ii. কত বছরের জন্য
iii. কী কী ঝুঁকির জন্য
অগ্নিবিমার অন্তর্ভুক্ত পক্ষগুলো হলো-
i. বিমাগ্রহণকারী
ii. বিমাকারী প্রতিষ্ঠান
iii. বিমা স্বাক্ষরকারী