চার্টার পার্টির লক্ষণীয় বৈশিষ্ট্য হলো-
i. এ চুক্তিতে পুরো জাহাজ বা আংশিক অংশ ভাড়া দেওয়া হয়
ii . একজন পণ্য প্রেরক ও অন্যজন জাহাজ কর্তৃপক্ষ
iii. এতে নির্দিষ্ট সময় বা যাত্রার কথা উল্লেখ থাকে না
নিচের কোনটি সঠিক?
বিশেষ আংশিক ক্ষতির ধরন হচ্ছে-
i. জাহাজের বিশেষ আংশিক ক্ষতি
ii. মালের বিশেষ আংশিক ক্ষতি বা সম্পূর্ণ ক্ষতি
iii. মাশুলের বিশেষ আংশিক ক্ষতি
প্রস্তাব ফর্ম সংগ্রহ ও পূরণে কিছু লক্ষণীয় বিষয় হলো-
i. ফর্মে সব বিষয় লিপিবদ্ধকরণ
ii. প্রত্যেকটির সুস্পষ্ট তথ্য
iii. প্রয়োজনীয় দলিলপত্র জমা
জাহাজ থেকে পণ্য ফেলে দেওয়ার উদ্দেশ্য হলো-
i. জাহাজকে হালকা করা
ii. জাহাজ চলাচলে উপযোগী করা
iii. সামুদ্রিক বিপদ থেকে রক্ষা করা
নৌ বিমার অধীনে আলাদা আলাদা বিমা হচ্ছে-
i. পণ্য ও জাহাজ বিমা
ii. মাশুল বিমা
iii. নৌ দায় বিমা
প্রাকৃতিক নৌ বিপদের মধ্যে পড়ে-
i. সামুদ্রিক বাড়
ii. নিমজ্জিত বরফের পাহাড়ে ধাক্কা
iii. পণ্য নিক্ষেপণ
নৌবিমার ক্ষেত্রে নৌ বিপদের কারণ-
i. প্রাকৃতিক
ii. নৈতিক
iii. অনৈতিক
নৌ বিপদের অপ্রাকৃতিক কারণ হলো-
i. বজ্রপাত
ii. অগ্নি
সাধারণ আংশিক ক্ষতির অন্তর্ভুক্ত-
i. ত্যাগ
ii. গচ্চা
iii. উদ্ধার সংক্রান্ত খরচ
কোন বিমার মধ্যে দিয়ে সর্বপ্রথম বিমা ব্যবসায়ের উদ্ভব ঘটে?
নিচের কোনটি নৌ-বিমা চুক্তি বহির্ভূত?
নিচের কোনটি নৌ বিমা চুক্তির অব্যস্ত শর্তের মধ্যে পড়ে?
নিচের কোনটি নৌ-বিমা চুক্তির ব্যক্ত শর্তের মধ্যে পড়ে?
নৌ-বিমার সাথে নিচের কোনটি এককভাবে প্রযোজ্য?
নৌ-বিমার বিষয়বস্তু নিচের কোনটি?
নিচের কোনটি নৌ বিপদ বহির্ভূত?
৫ টাকার একটা কয়েন পানিতে পড়ে গেল। তা উঠাতে ৬ টাকা খরচ হবে। এটা কোন ধরনের ক্ষতি?
নৌ-বিমার বিষয়বস্তুর বহির্ভূত নিচের কোনটি?
নৌ-বিমাপত্র কোনটি?
কোন ধরনের নৌ বিমাপত্রে সমন্বিত আনুপাতিক ক্ষতি বের করতে হয়?