'Fire is a good servant but a bad master'-কে বলেছেন?
অগ্নিবিমার সাথে জড়িত-
i. নিকোলাস বারবান
ii. চার্লস ভেরি
iii. লয়েডস
নিচের কোনটি সঠিক?
অগ্নিবিমা বলতে আগুনের মাধ্যমে সম্পত্তির ক্ষতির বিরুদ্ধে বিমাকে বোঝানো হয়। এর মাধ্যমে নিশ্চিত হয়-
i. অগ্নিকাণ্ডে সম্পত্তির ক্ষতিপূরণ
ii. অগ্নিকাণ্ডে মূল্যবান পণ্যসামগ্রীর ক্ষতিপূরণ
iii. অগ্নিকাণ্ডে দালানকোঠার ক্ষতিপূরণ
অগ্নিবিমা একটি চুক্তি। এর কারণ হলো-
i. বিমাগ্রহীতার নির্দিষ্ট প্রিমিয়াম দেওয়া
ii. সম্পত্তির আর্থিক নিরাপত্তা আদায়ের অধিকার লাভ
iii. বিমাকারী থেকে বিমাগ্রহীতার সম্পদের নিরাপত্তা আদায়ের অধিকার লাভ
মি. শাহেদ একজন গার্মেন্টস মালিক। তিনি তার প্রতিষ্ঠানের ঝুঁকি কমানোর জন্য অগ্নিবিমা গ্রহণ করেন। তার অগ্নিবিমা গ্রহণের মূল উদ্দেশ্য হতে পারে-
i. নির্দিষ্ট প্রিমিয়ামের বিপরীতে অগ্নিজনিত ক্ষতিপূরণ
ii. ব্যবসায়ের ঝুঁকি কমানো
iii. ব্যবসায়ের মুনাফা বাড়ানো
ব্যবসা-বাণিজ্যের কোন ঝুঁকি অগ্নিবিমা কমায়?
পুনঃস্থাপন বিমাপত্র কোন বিমার জন্য উপযোগী?
অনাকাঙ্ক্ষিত কিন্তু ধ্বংসাত্মক দুর্ঘটনা কোনটি?
দেশের কোন ক্ষেত্রে অগ্নিবিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
কোন বিমার ফলে একজন ব্যবসায়ী মানসিকভাবে স্বস্তি লাভ করে?
গণসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে কোন বিমা?
কোন বিমার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে?
উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতিপূরণের জন্য বিমাগ্রহীতা কাকে পরিত্যাগ নোটিশ পাঠায়?
উদ্ধারযোগ্য সম্পত্তির মূল্যের চেয়ে উদ্ধারযোগ্য খরচ যখন বেশি হয় তখন কী ঘটে?
সামুদ্রিক বিপদের কারণে নির্দিষ্ট পণ্যের বিশেষ অংশের ক্ষতি কোন ধরনের ক্ষতি?
মালের আংশিক ক্ষতির জন্য কাকে মাশুল দিতে হয়?
পণ্য নিক্ষেপণের অপর নাম কী?
বিমা ব্যবসায় শুরুর আগে থেকে কোন প্রথার প্রচলন ছিল?
পণ্য নিক্ষেপণের ক্ষতিপূরণ কে দেয়?
প্রকৃত সামগ্রিক ক্ষতির আওতাধীন বিষয় কোনটি?