মিসেস হুমায়রা তার প্রতিষ্ঠানের প্রসারের জন্য বিমা গ্রহণের পরেও তিনি কেন ক্ষতিগ্রস্ত হলেন?
অগ্নিবিমা কীসের চুক্তি?
অগ্নিবিমার প্রথম সংগঠিত প্রতিষ্ঠান "Fire Insurance" প্রতিষ্ঠিত হয় কত সালে?
অগ্নিবিমায় কোন ঝুঁকির পরিমাণ তুলনামূলকভাবে বেশি?
'কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লি.' কোন ধরনের বিমা প্রতিষ্ঠান?
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুন কোন ঝুঁকির আওতাধীন?
শিল্প বিপ্লবের ফলে নৌ-বিমার পাশাপাশি কোন বিমার প্রচলন ঘটে?
'Fire is a good servant but a bad master'-কে বলেছেন?
অগ্নিবিমা বলতে আগুনের মাধ্যমে সম্পত্তির ক্ষতির বিরুদ্ধে বিমাকে বোঝানো হয়। এর মাধ্যমে নিশ্চিত হয়-
i. অগ্নিকাণ্ডে সম্পত্তির ক্ষতিপূরণ
ii. অগ্নিকাণ্ডে মূল্যবান পণ্যসামগ্রীর ক্ষতিপূরণ
iii. অগ্নিকাণ্ডে দালানকোঠার ক্ষতিপূরণ
নিচের কোনটি সঠিক?
অগ্নিবিমা একটি চুক্তি। এর কারণ হলো-
i. বিমাগ্রহীতার নির্দিষ্ট প্রিমিয়াম দেওয়া
ii. সম্পত্তির আর্থিক নিরাপত্তা আদায়ের অধিকার লাভ
iii. বিমাকারী থেকে বিমাগ্রহীতার সম্পদের নিরাপত্তা আদায়ের অধিকার লাভ
মি. শাহেদ একজন গার্মেন্টস মালিক। তিনি তার প্রতিষ্ঠানের ঝুঁকি কমানোর জন্য অগ্নিবিমা গ্রহণ করেন। তার অগ্নিবিমা গ্রহণের মূল উদ্দেশ্য হতে পারে-
i. নির্দিষ্ট প্রিমিয়ামের বিপরীতে অগ্নিজনিত ক্ষতিপূরণ
ii. ব্যবসায়ের ঝুঁকি কমানো
iii. ব্যবসায়ের মুনাফা বাড়ানো
ব্যবসা-বাণিজ্যের কোন ঝুঁকি অগ্নিবিমা কমায়?
কোন বিমার পরই অগ্নিবিমার গুরুত্ব বিবেচনা করা হয়?
পুনঃস্থাপন বিমাপত্র কোন বিমার জন্য উপযোগী?
দেশের কোন ক্ষেত্রে অগ্নিবিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
কোন বিমার ফলে একজন ব্যবসায়ী মানসিকভাবে স্বস্তি লাভ করে?
গণসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে কোন বিমা?
কোন বিমার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে?
অগ্নিবিমার চুক্তি কত বছরের জন্য করা হয়?
কোন ধরনের বিমাতে নৈতিক ঝুঁকি বেশি?