অগ্নিবিমা ব্যবসায়ীগণকে দেয়-
i. মানসিক স্বস্তি
ii. সম্পত্তির আর্থিক ক্ষতি পুনঃস্থাপন
iii. বিমাকৃত সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
মি. শুভ তার বিমার আওতাভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীর দুর্ঘটনায় মৃত্যু হয়। ফলে তিনি বিমা প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। এর কারণ হলো-
i. কর্মচারীর মৃত্যু বিমার আওতাভুক্ত
ii. অগ্নিবিমা দ্বারা ব্যবসায়ীগণকে এ সুবিধা দেওয়া
iii. মি. জামালের গ্রহণকৃত বিমার আওতাভুক্ত
অনিশ্চয়তা দূর করে অগ্নিবিমা বিনিয়োগকে রাখে-
i. নিরাপদ
ii. সুরক্ষিত
iii. অরক্ষিত
মানুষের আর্থিক সম্পদের নিরাপত্তা বিধানে কোন বিমার উৎপত্তি হয়?
সম্পত্তির মূল্য আগ থেকে নির্ধারিত থাকে কোন বিমাপত্রে?
নৈতিক ঝুঁকির পরিমাণ হ্রাসের ক্ষেত্রে কোন ধরনের অগ্নি বিমাপত্র উত্তম?
অগ্নিবিমার মূল ভিত্তি কোন ধরনের বিমাপত্র?
অতিরিক্ত প্রিমিয়াম দিতে হয় কোন অগ্নিবিমাপত্রে?
বিষয়বস্তুর প্রকৃত ও বাজারমূল্যের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়া হয় কোন অগ্নিবিমাপত্রে?
বিভিন্ন স্থানে সংরক্ষিত সম্পত্তির একটা বিমাপত্র গৃহীত হলে তাকে কী বলে?
নির্দিষ্ট কোনো সম্পত্তির বিমা নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট অর্থে করা হলে তা কোন ধরনের বিমাপত্র?
ঘোষণা চুক্তি অগ্নি বিমাপত্রে মোট প্রিমিয়ামের শতকরা কত ভাগ অগ্রিম দিতে হয়?
কোন বিমাপত্রের মাধ্যমে বিমাগ্রহীতা তার ইচ্ছা অনুযায়ী মজুদ পণ্যের পরিমাণ কম-বেশি করতে পারে?
পুনঃস্থাপন বিমাপত্রের সুবিধা কোনটি?
'অগ্নিবিমা ব্যবসায় নিয়ন্ত্রণ আইন' পাস হয় কোন দেশে?
অগ্নিবিমা কীসের চুক্তি?
অগ্নিবিমার প্রথম সংগঠিত প্রতিষ্ঠান "Fire Insurance" প্রতিষ্ঠিত হয় কত সালে?
'কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লি.' কোন ধরনের বিমা প্রতিষ্ঠান?
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুন কোন ঝুঁকির আওতাধীন?
শিল্প বিপ্লবের ফলে নৌ-বিমার পাশাপাশি কোন বিমার প্রচলন ঘটে?