ঋণ মূলধন সংগ্রহ করলে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
কোনো প্রকল্পের প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের পরিবর্তনশীলতাকে কী বলে ?
নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে কী বলা হয়?
চলতি মূলধন সিদ্ধান্তের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় কোনটি?
একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য পরিমাপের সূচক কোনটি?
আর্থিক ব্যবস্থাপক সমন্বয় করেন—
i. ঝুঁকি ও আয়
ii. তারল্য ও মুনাফা
iii. বিক্রয় ও মুনাফা
নিচের কোনটি সঠিক?
একটি ফার্মের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে-
i. ন্যায্য মজুরি প্রদান
ii. নিরাপদ কর্ম পরিবেশ
iii. মুনাফা সর্বোচ্চকরণ
পোর্টফোলিও তৈরির উদ্দেশ্য কী?
নিচের কোনটি মুনাফা সর্বোচ্চকরণে বিবেচনা করা হয়?
অর্থের সময় মূল্য নির্ণয়ে বিবেচ্য হলো—
i. সময়
ii. সুদের হার
iii. চক্রবৃদ্ধির সংখ্যা
একটি বন্ডের লিখিত মূল্য ১০০০ টাকা এবং কুপন রেট ১০% । বর্তমানে বন্ডটি ৯৫০ টাকায় বাজারে বিক্রয় হচ্ছে। চলতি ইন্ড কত?
জনাব বাবু কর্তৃক ব্যাংকে জমা দেওয়া এবং ফেরত পাওয়া টাকাকে কোন ধরনের নগদ প্রবাহ বলা যায়?
জনাব বাবুর ব্যাংক হতে প্রাপ্ত সুদের হার কত?
কীভাবে সম্পদ সর্বাধিকরণ করা যায়?
অবণ্টিত মুনাফা কোন ধরনের অর্থায়ন?
একটি কোম্পানির নিট আয় ৫ লক্ষ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৫০,০০০ হলে, শেয়ার প্রতি আয় কত?
ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা হলো—
i. মানসম্মত পণ্য সরবরাহ
ii. পরিকল্পনা প্রণয়ন
iii. নিয়মিত লভ্যাংশ প্রদান
জনাব আজাদ বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন?
জনাব আজাদের এই ধরনের বিনিয়োগের ফলে তাঁর আয় প্রাপ্তির ক্ষেত্রে—
মুনাফা সর্বাধিকরণের নির্দেশক কোনটি?