আর্থিক ব্যবস্থাপক সমন্বয় করেন—
i. ঝুঁকি ও আয়
ii. তারল্য ও মুনাফা
iii. বিক্রয় ও মুনাফা
নিচের কোনটি সঠিক?
মি. ফারুক তার হিসাবের বিপরীতে ড্রাফট, চেক, বিল বা হুন্ডির অর্থ সংগ্রহ করার মতো সেবা প্রত্যাশা করেন। এক্ষেত্রে মি. ফারুকের জন্য কোন হিসাব উপযুক্ত?
যে শেয়ারের ওপর কোনো আর্থিক মূল্য উল্লেখ করা থাকে না তাকে কী বলে?
দাগকাটা চেক পরিশোধিত হয়-
মুরাদ সাহেব পদ্মা ব্যাংক লিমিটেড-এর কিছু শেয়ার কিনলেন। এক বছর পর তিনি শেয়ারগুলো বিক্রি করে দিলেন। তিনি কোন বাজারে লেনদেন সম্পাদন করলেন?
ঋণপত্র বিক্রি হয় কোন বাজারে?