'X' প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারগণ নির্ধারিত সময় শেষে কী পাবেন?
একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে তাকে কী বলে?
নিচের কোনটি সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস?
ট্রেজারি বিল-
i. সরকার কর্তৃক ইস্যুকৃত
ii. লিখিত মূল্যে বিক্রীত
iii. স্বল্প সুদহার সংবলিত
নিচের কোনটি সঠিক?
জনাব তাওসীফ "Y" ব্যাকে থেকে ২,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন। ব্যাংক আগামী বছরে কিস্তিতে ১০% সুদসহ আদায় করবে। কিস্তির পরিমাণ কত টাকা হবে?
ব্যবসায়ের দেনাদার বৃদ্ধি পেলে কী ঘটবে?
সরকারি অর্থায়নের উৎস—
L ট্রেজারি বিল
ii. আয়কর
iii. আমদানি শুল্ক
একটি প্রকল্প গ্রহণ করলে প্রকল্প বর্জন করতে হয়, এমন প্রকল্পকে কী বলে?
মূলধন বাজেটিং এর বাট্টাবৃত নগদ প্রবাহ পদ্ধতি নয় কোনটি?
মুদ্রাস্ফীতির ফলে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
কোন ধরনের ঝুঁকি বৈচিত্র্যায়ণের মাধ্যমে কমানো যায়?
ভবিষ্যত মূল্য নির্ণয়ের কৌশলকে কী বলে?
কোনটির উপর সুদ ধার্য করা হয়?
কোন বার্ষিক বৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করতে হয়?
ঋণ পরিশোধ সূচির প্রত্যেক কিস্তিতে যে সব উপাদান বিবেচনা করা হয়—
i. আসল টাকা
ii. সুদ
iii. কমিশন
বিধি ৭২ অনুযায়ী মিস স্বর্ণার বিনিয়োগ কত সময়ে দ্বিগুণ হবে?
যদি ব্যাংকে অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে কার্যকরি সুদের হার কত?
উদ্দীপকের আলোকে ব্যাংকে জমাকৃত টাকা কোন ধরনের নগদ প্রবাহের অন্তর্ভুক্ত?
মি. আবীর কত হারে সুদ পাবে?
XYZ কোম্পানিটির প্রত্যাশিত আয়ের হার কত?