মুনাফা সর্বাধিকরণের নির্দেশক কোনটি?
কোন ক্ষতি প্রতিরোধে অগ্নিবিমা সহায়ক?
অর্থের সময়ের মূল্যের সূত্র প্রয়োগের সাধ্যমে কিসের পরিমাণ নির্ধারণ করা যায়?
জামান সাহেবের ক্রয়কৃত সাধারণ শেয়ারের বাজারমূল্য ১১০ টাকা। সম্প্রতি তিনি জানতে পারেন যে, তার শেয়ার থেকে ভবিষ্যতে ১১ টাকা লভ্যাংশ পাওয়া যাবে। এই লভ্যাংশ ভবিষ্যতে ৫% বৃদ্ধি পাবে। শেয়ারটির মূলধন ব্যয় কত?
গ্রাহক দেউলিয়া বলে ঘোষিত হলে কী হয়?
ফারহানা এন্ড কোম্পানি এর প্রকল্পের গড় উপার্জন হার ARR) ২০% এবং গড় বিনিয়োগ ৫,০০,০০০ টাকা হলে প্রকল্প এর গড় নিট মুনাফা কত?