উত্ত রোগের জন্য দায়ী হরমোন অতিরিক্ত ক্ষরিত হলে রাশেদার যেসব বৈশিষ্ট্য দেখা যেত-
1. পুরুষসুলভ আচরণ করতো
ii. গলার স্বর মোটা হতো
iii. দাড়ি গজাতো
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিকে জরুরী অবস্থা মোকাবিলায় প্রস্তুত করে-
i. এড্রিনাল গ্রন্থি
ii. থাইরয়েড গ্রন্থি
iii. সমবেদী স্নায়ুতন্ত্র
এড্রিনাল কর্টেক্স হতে ক্ষরিত হরমোনগুলো হচ্ছে-
i. কটিন
ii. কটিসোন
iii. কটিসোল
সন্ধিবাতের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হরমোন হচ্ছে-
ii. কর্টিসোল
iii. কর্টিসোন
এড্রিনাল গ্রন্থির অংশগুলো হচ্ছে-
i. এড্রিনাল কর্টেক্স
ii. মধ্যভাগ
iii. এড্রিনাল মেডুলা
এড্রিনাল হরমোনের প্রভাবে-
i. শরীরে তীব্র ভাবানুভূতি সৃষ্টি হয়
ii. তাপ উৎপাদন বেড়ে যায়
iii. রক্তের চাপ বেড়ে যায়
এড্রিনালিন হরমোনের অতিরিক্ত ক্ষরণ হলে-
i. উদ্বেগ বৃদ্ধি পায়
ii. ক্রোধ বেড়ে যায়
iii. অত্যধিক ভয় দেখা যায়