থাইরয়েড হরমোনে থাইরকসিন হরমোেন শতকরা কতভাগ?
থাইরকসিন রসের আধিক্য ঘটলে কোন রোগ দেখা দেয়?
'মিক্সেডেমা' নামক রোগ হয় কীসের অভাবে?
কোন হরমোনের আধিক্য ঘটলে গলগন্ড রোগ দেখা দেয়?
পরিণত বয়সে থাইরকসিন হরমোনের কমতি হলে কোন রোগের আবির্ভাব ঘটে?
রাশেদা কোন রোগে আক্রান্ত?
উত্ত রোগের জন্য দায়ী হরমোন অতিরিক্ত ক্ষরিত হলে রাশেদার যেসব বৈশিষ্ট্য দেখা যেত-
1. পুরুষসুলভ আচরণ করতো
ii. গলার স্বর মোটা হতো
iii. দাড়ি গজাতো
নিচের কোনটি সঠিক?
বর্তমানে কৃত্রিম উপায়ে যে এড্রিনাল হরমোন তৈরি করা হয় তার নাম কী?
আবেগের সময় কোন হরমোন ব্যক্তির দেহে অতিরিক্ত শক্তি যোগায়?
কোন গ্রন্থি ক্ষতিগ্রস্থ হলে ত্বক তাম্রবর্ণ ধারণ করে?
কোন গ্রন্থি ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তি রোেগ প্রতিরোধ শক্তি হারিয়ে ফেলে?
কোন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে অত্যধিক ভয়, ক্রোধ, উদ্বেগ প্রভৃতি দেখা যায়?
ব্যক্তিকে জরুরী অবস্থা মোকাবিলায় প্রস্তুত করে-
i. এড্রিনাল গ্রন্থি
ii. থাইরয়েড গ্রন্থি
iii. সমবেদী স্নায়ুতন্ত্র
এড্রিনাল কর্টেক্স হতে ক্ষরিত হরমোনগুলো হচ্ছে-
i. কটিন
ii. কটিসোন
iii. কটিসোল
সন্ধিবাতের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হরমোন হচ্ছে-
ii. কর্টিসোল
iii. কর্টিসোন
এড্রিনাল গ্রন্থির অংশগুলো হচ্ছে-
i. এড্রিনাল কর্টেক্স
ii. মধ্যভাগ
iii. এড্রিনাল মেডুলা
এড্রিনাল হরমোনের প্রভাবে-
i. শরীরে তীব্র ভাবানুভূতি সৃষ্টি হয়
ii. তাপ উৎপাদন বেড়ে যায়
iii. রক্তের চাপ বেড়ে যায়
এড্রিনালিন হরমোনের অতিরিক্ত ক্ষরণ হলে-
i. উদ্বেগ বৃদ্ধি পায়
ii. ক্রোধ বেড়ে যায়
iii. অত্যধিক ভয় দেখা যায়