পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ হতে কোন হরমোন নিঃসৃত হয়?
শরীরে তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
কোন হরমোন জরায়ুর সংকোচন ও প্রসারণ ঘটায়?
কোন গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য সেই গ্রন্থিকে অন্তঃক্ষরা সুইচ বোর্ড বলে?
মাংসপেশির ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি?
পিটুইটারি গ্রন্থির ব্যাস কত?
শরীর বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন?
পুরুষ জনন কোষের পূর্ণতা লাভে সহায়তা করে কোন হরমোন?
ভ্যাসেপ্রেসিন হরমোন নামে পরিচিত কোনটি?
ত্বকের বর্ণ তৈরিতে সাহায্য করে কোন হরমোন?
গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
শরীরবর্ধক হরমোন অতিরিক্ত ক্ষরিত হলে কোন সমস্যা দেখা দেয়?
প্রোলেকটিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
কুমারী ইঁদুরের শরীরে কোন হরমোন প্রয়োগ করলে সে ছোট ইঁদুরের রক্ষণাবেক্ষণ ও লালনপালন করে?
পিটুইটারি দৈত্য কোন হরমোন নিঃসরণের ফলে ঘটে?
প্রভুগ্রন্থির নিঃসৃত হরমোন-
i. সোমাটোট্রপিক
ii. থাইরোট্রোপিক
iii. প্রোলেকটিন
নিচের কোনটি সঠিক?
পিটুইটারি গ্রন্থিকে বলা হয়-
i. প্রভুগ্রন্থি
ii. প্রাণ কেন্দ্র
iii. অন্তঃক্ষরা সুইচ বোর্ড
শফিকের ক্ষেত্রে কোন গ্রন্থির কার্যকারিতার অস্বাভাবিকতা রয়েছে?
আলমের সমস্যার মূলে-