শরীরবর্ধক হরমোন অতিরিক্ত ক্ষরিত হলে কোন সমস্যা দেখা দেয়?
প্রোলেকটিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
কুমারী ইঁদুরের শরীরে কোন হরমোন প্রয়োগ করলে সে ছোট ইঁদুরের রক্ষণাবেক্ষণ ও লালনপালন করে?
পিটুইটারি দৈত্য কোন হরমোন নিঃসরণের ফলে ঘটে?
প্রভুগ্রন্থির নিঃসৃত হরমোন-
i. সোমাটোট্রপিক
ii. থাইরোট্রোপিক
iii. প্রোলেকটিন
নিচের কোনটি সঠিক?
পিটুইটারি গ্রন্থিকে বলা হয়-
i. প্রভুগ্রন্থি
ii. প্রাণ কেন্দ্র
iii. অন্তঃক্ষরা সুইচ বোর্ড
মানুষের বেড়ে উঠার জন্য কোনটির ভূমিকা মুখ্য?
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?
হরমোন কোন শব্দ?
হরমোন অর্থ কী?
কোনটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ?
অন্তঃক্ষরা গ্রন্থির সংখ্যা কয়টি?
আচরণের জৈবিক ভিত্তি হলো-
i. পরিবেশ
ii. স্নায়ুতন্ত্র
iii. অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ
অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ যে ধরনের কাজ সম্পন্ন করে-
i. শরীরের বৃদ্ধি সম্পর্কিত
ii. মানসিক বিকাশ সম্পর্কিত
iii. ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কিত
মানবদেহের রস ক্ষরণকারী গ্রন্থির ভাগগুলো হলো-
i. সনালি রস ক্ষরণকারী গ্রন্থি
ii. অনালি রস ক্ষরণকারী গ্রন্থি
iii. হরমোন গ্রন্থি
বহিঃক্ষরা গ্রন্থি-
ⅰ. লালা গ্রন্থি
ii. ঘর্ম গ্রন্থি
iii. যৌন গ্রন্থি
সনালি গ্রন্থির উদাহরণ হলো-
i. যৌন গ্রন্থি
ii. ঘর্মগ্রন্থি
iii. অশ্রুগ্রন্থি
অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হলো-
i. থাইরয়েড গ্রন্থি
ii. পিনিয়াল গ্রন্থি
iii. থাইমাস গ্রন্থি
অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?