স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সেসকল স্নায়ু নিয়ে গঠিত যা-
ⅰ. হৃদপিণ্ডের সাথে সংযুক্ত
ii. মসৃণ মাংসপিণ্ডের সাথে সংযুক্ত
iii. রক্তনালির সাথে সংযুক্ত
নিচের কোনটি সঠিক?
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে-
ⅰ. হৃদস্পনদনের হার
ii. চক্ষু সঞ্চালন
iii. শ্বাস-প্রশ্বাস
পরাসমবেদী স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ-
i. শরীরের শক্তি সংরক্ষণ
ii. শক্তিকে সঞ্চিত করা
iii. জরুরি অবস্থা মোকাবিলা
পরাসমবেদী স্নায়ু যেসব কাজ সম্পন্ন করে-
ⅰ. হৃৎপিণ্ডের গতিবেগ কমায়
ii. রক্তের চাপ কমায়
iii. চোখের মণিকে ছোট করে
মানবদেহের রস ক্ষরণকারী গ্রন্থিকে কত ভাগে ভাগ করা যায়
অনালী গ্রন্থির অন্য নাম কী?
মানুষের আচরণ নিয়ন্ত্রণে কোন গ্রন্থিগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ?
কোন হরমোন ক্ষরণের ফলে গর্ভবর্তী মায়েদের স্তনে দুগ্ধের সঞ্চার হয়?
পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ হতে কোন হরমোন নিঃসৃত হয়?
শরীরে তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
কোন হরমোন জরায়ুর সংকোচন ও প্রসারণ ঘটায়?
কোন গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য সেই গ্রন্থিকে অন্তঃক্ষরা সুইচ বোর্ড বলে?
মাংসপেশির ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি?
পিটুইটারি গ্রন্থির ব্যাস কত?
শরীর বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন?
পুরুষ জনন কোষের পূর্ণতা লাভে সহায়তা করে কোন হরমোন?
পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশের স্ফীতির ফলে কোনটি ঘটে?
ভ্যাসেপ্রেসিন হরমোন নামে পরিচিত কোনটি?
ত্বকের বর্ণ তৈরিতে সাহায্য করে কোন হরমোন?
গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?